সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যান কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় নথি হিসাবে ব্যবহার করা যাবে রূপান্তরকামীদের পরিচয় শংসাপত্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে কেন্দ্র। শীর্ষ আদালত কেন্দ্রকে এ সংক্রান্ত নিয়ম নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে।
প্যান কার্ডে তৃতীয় লিঙ্গের কোনও 'বিকল্প' নেই। বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এনে মামলা করেন বিহারের এক রূপান্তরকামী সমাজকর্মী। সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। তাতে বৃহস্পতিবার কেন্দ্র জানিয়েছে, প্যান কার্ড তৈরির বৈধ নথি হিসাবে রূপান্তরকামীদের পরিচয়ের সংশাপত্র ব্যবহারে কোনও নীতিগত আপত্তি নেই।
[আরও পড়ুন: ব্যর্থ পুনর্বাসনের চেষ্টা! আর জি করের ‘ভিলেন’ অরুণাভকে ঘরবন্দি করলেন মালদহ মেডিক্যালের জুনিয়ররা]
বিহারের ওই সমাজকর্মী আদালতে জানান, তিনি ২০১২ সালে প্যান কার্ড বানিয়েছিলেন। সেই সময় তাঁর লিঙ্গ হিসাবে পুরুষ উল্লেখ করা ছিল। ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবর্ষের আয়কর রিটার্নও তিনি হয়েছেন পুরুষ হিসাবেই। এর মধ্যে সুপ্রিম নির্দেশে ইতিমধ্যেই আধার কার্ডে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তি হয়েছে। তিনিও সেই স্বীকৃতি পেয়েছেন। অথচ প্যান কার্ডে সেই সুবিধা নেই। আধার কার্ডের মতো প্যান কার্ডেও যাতে তৃতীয় লিঙ্গ বিকল্প যুক্ত করা হয়, সেই আর্জি জানিয়েছিলেন ওই রূপান্তরকামী।
[আরও পড়ুন: ‘মানুষখেকো’ নেকড়ের হানায় ঘুম ছুটেছে উত্তরপ্রদেশের! মৃত্যু ৬ শিশু-সহ ৮ জনের]
সুপ্রিম কোর্ট এ নিয়ে কেন্দ্রের মত জানতে চেয়েছিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি এহসানউদ্দিন আমানউল্লাহর বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র এই দাবি মেনে নিয়েছে। রূপান্তরকামীদের পরিচয় শংসাপত্রই প্যান কার্ডের বৈধ নথি হিসাবে গ্রাহ্য হবে। ২০১৯ সালের কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী এই শংসাপত্র দেওয়া হয়। সেটাই প্যান কার্ড তৈরির জন্য ব্যবহার করা যাবে।