সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি মানেই বাঙালির কবজি ডুবিয়ে পিঠে আর পায়েস খাওয়ারও দিন। তবে সেসবের মাঝেই শীতের আমেজ গায়ে মেখে নানা জায়গার সঙ্গে সখ্যতা বাড়াতে ভ্রমণপ্রিয় বাঙালি বেরিয়ে পড়েন। পৌষ সংক্রান্তিতে যদি বেড়াতে যাওয়ার প্ল্যান করেন তাহলে ঘুরে আসতে পারেন দেশের এই জায়গাগুলি থেকে। যা এই সময়ে রঙিন হয়ে ওঠে। জেনে নিন দেশের কোন পাঁচটি শহরের নাম রয়েছে সেই তালিকায়।
গুজরাত ও রাজস্থানে এই সময় আয়োজিত হয় 'কাইট ফেস্টিভ্যাল'। এই সময় গুজরাত ও রাজস্থানে আকাশ জুড়ে দেখা যায় নানা রঙের, নানা আকারের পেটকাটি, চাঁদিয়াল উড়ে বেড়াতে। যারা ঘুড়ি ওড়াতে ভালোবাসেন এবং 'কাইট ফেস্টিভ্যাল' চাক্ষুষ করতে চান তাঁদের জন্য এ এক মোক্ষম সুযোগ।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এইসময় বহু তীর্থযাত্রী প্রতিবছর এসে থাকেন। তার এক এবং একমাত্র উদ্দেশ্য সংক্রান্তিতে পুণ্যার্জনের জন্য গঙ্গাস্নান। আপনারও যদি তেমন সাধ থাকে তাহলে অনায়াসে ঘুরে আসতে পারেন প্রয়াগ্রাজ থেকে।
এইসময় দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে চলে পোঙ্গাল। এই উৎসবে তামিলনাড়ুর কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরা হয়। তাই এইসময় আপনার ভ্রমণের ডেস্টিনেশন হতেই পারে তামিলনাড়ু।
এই তালিকায় রয়েছে অসম। অসমে এইসময় ভোগালি বিহু, মাঘ বিহুর মতো উৎসব চলে। নানারকমের আয়োজন থাকে এই উৎসবকে ঘিরে। খাওয়াদাওয়া, পুজো, ঐতিহ্য এই সবকিছুর হাত ধরে সংক্রান্তিতে অসমে থাকে একেবারে আলাদা আমেজ।
