রাজকুমার, আলিপুরদুয়ার: অনির্দিষ্টকালের জন্য বন্ধ জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি। রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ। তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বনদপ্তরের। এই নির্দেশিকায় হতাশ পর্যটন ব্যবসায়ী থেকে টুর অপারেটর সকলেই।
জঙ্গলের পথ মানে কমবেশি ঝুঁকিপূর্ণ। মহাকাল পর্যন্ত সাফারিতে মূলত জয়ন্তী নদীর ধার দিয়েই পর্যটকদের নিয়ে যাওয়া হত। রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ। আবার সামনে বর্ষা। পাহাড়ি নদীতে হড়পা বান আসার আশঙ্কাও রয়েছে। সঙ্গে আবার ছোট মহাকাল মন্দিরের আশপাশে হাতির দলের বিচরণ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই এলাকায় হাতির দল জয়ন্তী নদীতে জলপান করতে আসে। তার ফলে হামলার সম্ভাবনাও এড়ানো যায় না।
[আরও পড়ুন: তীব্র গরমে হিটস্ট্রোক শাহরুখের, ভর্তি হাসপাতালে]
তাই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি বন্ধ করার নির্দেশ দেয় বনদপ্তর। জয়ন্তীর সাফারির চালক থেকে গাইড - সকলকেই পর্যটকদের সেখানে না নিয়ে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। বনদপ্তরের নির্দেশিকায় হতাশ পর্যটন ব্যবসায়ী থেকে টুর অপারেটর সকলেই। তার ফলে জয়ন্তীর পর্যটন শিল্পের হাল খারাপ হতে পারে বলেই মনে করছেন তাঁরা।