shono
Advertisement
Viswa Bharati University

বিশ্বভারতীর গেস্ট হাউসগুলিতে পৌষমেলায় ঘর বুক করবেন? জানেন কত ভাড়া?

পৌষমেলায় এবছর রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড়ের আশা।
Published By: Suhrid DasPosted: 03:15 PM Dec 15, 2025Updated: 03:15 PM Dec 15, 2025

দেব গোস্বামী, বোলপুর: পৌষমেলায় এবছর রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড়ের আশা। পাল্লা দিয়ে চড়ছে বোলপুর-শান্তিনিকেতনে হোটেল ও গেস্ট হাউসের ভাড়া। বেসরকারি হোটেলগুলিতে শুরু হয়েছে প্যাকেজ যুদ্ধ। সেই প্রতিযোগিতায় শামিল বিশ্বভারতীর বিভিন্ন গেস্ট হাউসও। জানা গিয়েছে, ২২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বোলপুর-শান্তিনিকেতনের অধিকাংশ বেসরকারি হোটেলে ঘরভাড়া এক ঝটকায় দ্বিগুণ, কোথাও আবার তিনগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সঙ্গে আলাদা করে যোগ হচ্ছে জিএসটি ও খাবারের খরচ। চড়া ভাড়ায় কার্যত জেরবার পর্যটকেরা।

Advertisement

হোটেলের পাশাপাশি পরিবহণ খাতেও ভাড়া বেড়েছে। টোটো চালক ইউনিয়নের সিদ্ধান্তে বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন যাতায়াতের ভাড়া এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২৫০ থেকে ৩৫০ টাকায়, যা আগে ছিল খুবই সামান্য। হোটেল, পরিবহণ ও ট্রেন টিকিট সবেতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উৎসবের আনন্দে চাপ পড়ছে পর্যটকদের পকেটে। তবে ২০২৪ সালের মতোই পূর্বপল্লির মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের পৌষমেলার আয়োজনে খুশি স্থানীয় ব্যবসায়ী ও হস্তশিল্পীরা। মেলা প্রাঙ্গণের কাছাকাছি প্রান্তিক, সোনাঝুরি ও শ্যামবাটি এলাকার হোটেলগুলিতে বুকিং প্রায় সম্পূর্ণ। পূর্বপল্লির মাঠ থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এখন আর কোনও হোটেলেই ঘর খালি নেই। অনলাইন বুকিংও শেষ পর্যায়ে।

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। ফাইল ছবি।

অন্যদিকে হাহাকার ট্রেনের টিকিট নিয়েও। হাওড়া থেকে বোলপুর-শান্তিনিকেতন কিংবা বোলপুর থেকে হাওড়াগামী ট্রেনগুলিতে টিকিট পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে। বিশ্বভারতী এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, তারা মা এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস-সহ প্রায় সব দ্রুতগামী ট্রেনেই দীর্ঘ ওয়েটিং লিস্ট। পর্যটকদের ভিড় সামাল দিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখনও পর্যন্ত কোনও বিশেষ উদ্যোগের কথা পূর্ব রেল ঘোষণা করেনি। হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস সাহা বলেন, ‘‘সারা বছর পর্যটকদের জন্য ভাড়া কমই থাকে। শুধু পৌষমেলা ও বসন্ত উৎসবের সময় দীর্ঘ কয়েক বছর ধরেই শান্তিনিকেতনে প্যাকেজ পদ্ধতিতে ঘর ভাড়া দিচ্ছেন হোটেল মালিকেরা।’’

কলকাতার সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও রাজন্যা দত্ত জানান, পৌষমেলা উপলক্ষে কোথাও তিন দিনে চারগুণ, কোথাও পাঁচগুণ পর্যন্ত হোটেল ভাড়া বাড়ানো হয়েছে। এই প্যাকেজ ভাড়া সাধারণ মধ্যবিত্তদের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। শান্তিনিকেতনের হোটেল ব্যবসায়ী ইকবাল আহমেদ ও প্রসেনজিৎ চৌধুরী বলেন, ‘‘অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আগের মতোই দুটি প্যাকেজ রাখা হয়েছে। একটি ২৩ থেকে ২৫ ডিসেম্বর এবং অন্যটি ২৬ থেকে ২৮ ডিসেম্বর, প্রতিটি প্যাকেজ তিন দিনের। একদিন বা দু’দিনের জন্য আলাদা করে ঘর ভাড়া দেওয়া হচ্ছে না।’’

ফাইল চিত্র।

বিশ্বভারতী সূত্রে জানা যায়, পৌষমেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গেস্ট হাউস রতন কুটির, পূর্বপল্লী ও ইন্টারন্যাশনাল গেস্ট হাউসেও তিন দিনের প্যাকেজ চালু করা হয়েছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেট দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে রতন কুটির ডবল বেডের রুমের ভাড়া রাখা হয়েছে ৭ হাজার টাকা। পূর্বপল্লী গেস্ট হাউসে সিঙ্গেল বেডের ভাড়া ধার্য হয়েছে ২ হাজার ৭০০ টাকায়। আর বেসরকারি হোটেল ও গেস্টহাউস গুলিতে কোথায় ডবল বেডের তিনদিনের রুম ভাড়া ৮ হাজার। কোথায় আবার ১০ থেকে ১২ হাজার। তবে বাঙালির প্রাণের এই উৎসবে অংশ নিতে আগেভাগেই হোটেল বুকিং সেরে ফেলছেন পর্যটকেরা। বীরভূম জেলা পুলিশ ও প্রশাসন জোরকদমে শুরু করেছে মেলার প্রস্তুতি। সব মিলিয়ে শান্তিনিকেতন জুড়েই এখন উৎসবের আমেজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাল্লা দিয়ে চড়ছে বোলপুর-শান্তিনিকেতনে হোটেল ও গেস্ট হাউসের ভাড়া।
  • বেসরকারি হোটেলগুলিতে শুরু হয়েছে প্যাকেজ যুদ্ধ।
  • সেই প্রতিযোগিতায় শামিল বিশ্বভারতীর বিভিন্ন গেস্ট হাউসও।
Advertisement