সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছর দোল পূর্ণিমা ১৪ মার্চ, শুক্রবার। পরের দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার বেশিরভাগ অফিসই ছুটি। মানে পরপর তিনদিন ছুটি পাবেন। এমন সুযোগ কিন্তু সহজে আসে না। শান্তিনিকেতন, পুরুলিয়া তো অনেক গিয়েছেন। এবার বরং ঘুরে আসুন এমন কিছু জায়গায়, যেখানে বলিউডের বহু সিনেমার শুটিং হয়েছে। আপনিও চাইলে সেই সব চেনা স্থানে বানিয়ে ফেলতে পারেন রিলস, ক্যামেরাবন্দি করতে পারেন নানা মুহূর্ত।

হোলি আর বলিউড একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নাচ, গান, রোম্যান্স সবেতেই রঙের ছোঁয়া। যে সব জায়গায় বহু সিনেমা, গানের শুটিং হয়েছে, এবার সাধ্যের মধ্যেই ঘুরে আসুন সেখানে।
১. মথুরা এবং বৃন্দাবন
মথুরা হল শ্রীকৃষ্ণের জন্মস্থান। আর বৃন্দাবনে গোপীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন কৃষ্ণ। হোলির দিন এখানকার রাস্তা নানা রঙের আবিরে রঙিন হয়ে ওঠে। সঙ্গে চলে গান, বাজনা। এই দৃশ্য সত্যিই দর্শনীয়। 'লাগান' (২০০১) সিনেমার রাধা ক্যায়সে না জ্বলে কিংবা 'বাগবান' (২০০৩) -এর হোলি খেলে রাঘুবীরা-র মতো গানের শুটিং হয়েছে মথুরায়। খরচ কম করতে চাইলে ট্রেনে করে মথুরা পৌঁছে গাড়ি ভাড়া করে চলে যান বরসনা এবং নন্দগাঁও। এরপর কোনও গেস্টহাউস বা হোমস্টেতে থাকুন। কম খরচের জন্য বেছে নিন স্ট্রিট ফুড এবং ধাবা।
২. বরসনা এবং নন্দগাঁও
এখানে দোল উদযাপন 'লাঠমার হোলি' নামে পরিচিত। রীতি অনুযায়ী এদিন মহিলারা লাঠি দিয়ে পুরুষদের মারেন। টয়লেট- এক প্রেম কথা (২০১৭) এবং যোধা আকবর (২০০৮) সিনেমার শুটিং হয়েছে এখানে। খরচ কমানোর জন্য ট্রেন যাত্রা করুন। আশেপাশের এলাকা ঘুরে দেখুন, গেস্টহাউস বা হোটেলে থাকুন। সেখানকার স্থানীয় খাবার টেস্ট করে দেখুন, মন্দ লাগবে না।
৩. বারাণসী
রাঞ্ঝনা (২০১৩) সিনেমার 'তুম তক' গানটির দৃশ্য মনে আছে? এখানে বারাণসীর ঐতিহ্যবাহী ঘাট আর হোলির দৃশ্য দেখানো হয়েছিল। দোলের দিন বারাণসীর ঘাট রঙে রংময় হয়ে ওঠে। সঙ্গে পানীয় হিসেবে থাকে ভাং। ট্রেনে করে বারাণসী যান, রিকশায় চেপে চারপাশের এলাকা ঘুরে দেখুন। এলাকার ছোট ছোট খাবারের দোকানের খাবার আপনার মন ভালো করে দেবে।
৪. জয়পুর
জয়পুরের গোবিন্দ দেবজি মন্দিরে দোল খেলা হয়। জয়পুর এলাকার অনেক জায়গায় যোধা আকবর এবং বদ্রীনাথ কি দুলহানিয়া সিনেমার শুটিং হয়েছে। এখানকার বিভিন্ন সাশ্রয়ী গেস্টহাউসে থাকতে পারেন।