shono
Advertisement

বিয়ে করছেন ত্রিধা চৌধুরী! জানেন পাত্র কে?

এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন ত্রিধা।
Posted: 09:12 AM Nov 07, 2023Updated: 09:21 AM Nov 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে নজর কেড়ে, তার পর বলিউডে পাড়ি। ‘আশ্রম’ সিরিজে ববি দেওলের সঙ্গে অভিনয়। একসময় টলিপাড়ার এক পরিচালকের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে হইচই ফেলে দিয়েছিলেন। সেই সুন্দরী ত্রিধা চৌধুরী নাকি এবার বিয়ে করতে চলেছেন! হ্যাঁ, বিনোদন জগত এখন এই গুঞ্জনেই সরব।

Advertisement

তা কাকে এবং কবে বিয়ে করছেন ত্রিধা?

গুঞ্জন শুরু হয় সম্প্রতি ত্রিধার দেওয়া এক সাক্ষাৎকার থেকেই। যেখানে নিজের বিয়ের প্ল্য়ানিং ফাঁস করেন অভিনেত্রী। ত্রিধার কথায়, তিনি সম্পর্কে রয়েছেন। প্রেমিক ইন্ডাস্ট্রিরই একজন। তবে এখনই সবার সঙ্গে আলাপ করাতে চান না তাঁর প্রেমিকের। বরং প্রেমকে গোপনে রেখে মনের মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে চান। পাত্র টলিউডের নাকি বলিউডের তা অবশ্য খোলসা করেননি ত্রিধা।

[আরও পড়ুন: ছোট্ট হাতে কেক ঘাটছে রাহা, প্রথম জন্মদিনেই মেয়ের মিষ্টি ছবি শেয়ার করলেন আলিয়া]

গুঞ্জনে শোনা যাচ্ছে, পরের বছর গুরুদ্বারে বিয়ে করবেন ত্রিধা। তার মানে পাত্র শিখ। তবে ত্রিধা, প্রেমিকের সম্পর্কে কোনও কথাই বলতে চাইছেন না।

‘মিশর রহস্য’, ‘যদি লাভ দিলে না প্রাণে’, ‘খাদ’, ‘শেষ থেকে শুরু’, ‘কাগজের নৌকা’র মতো বাংলা ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে হঠাৎই বলিউডে পাড়ি দেন ত্রিধা। এখন তো মুম্বই শহরে দারুণ ব্যস্ত কলকাতার এই সুন্দরী নায়িকা।

[আরও পড়ুন: ‘দ্য রেলওয়ে মেন’-এর ট্রেলারে ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি, নজর কাড়লেন মাধবন-মেনন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement