shono
Advertisement

Abhishek Banerjee: ‘বিজেপি বিরোধী ভোট যেন তৃণমূলেই আসে’, ত্রিপুরার জনতার কাছে আরজি অভিষেকের

বিকেলে সুরমায় দলীয় প্রার্থীদের হয়ে জনসভা করবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Posted: 12:14 PM Jun 20, 2022Updated: 02:31 PM Jun 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাখির চোখ ত্রিপুরার চার কেন্দ্রের উপনির্বাচনে। ২৩ তারিখ ভোট সেখানে। তার আগে সোমবার শেষ প্রচারে সেখানে গিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ত্রিপুরার জনতার কাছে বর্তমান সরকারের বেহাল দশা তুলে ধরলেন। বিজেপি (BJP) সরকারের ‘জনবিরোধী’ কার্যকলাপ সম্পর্কে সবাইকে সচেতন করে অভিষেকের আরজি, বিজেপি বিরোধী ভোট কংগ্রেস বা সিপিএমে নয়, তৃণমূলেই যেন সব আসে। রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে তৃণমূলই পয়লা নম্বরে। তাই প্রার্থীদের জিতিয়ে যেন তৃণমূলের হাত শক্ত করেন জনতা। এদিনের সাংবাদিক সম্মেলনে অভিষেক আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। একঝলকে দেখে নিন ১০ পয়েন্ট –

Advertisement

  • বিজেপি নানা সময়ে নানা প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে, পূরণ করেনি কিছুই। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থা, নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে
  • ত্রিপুরায় (Tripura) ডবল ইঞ্জিন সরকার ডাহা ফেল, বাংলায় সিঙ্গল ইঞ্জিন সরকার দেখে যান
  • তৃণমূল প্রথম দিন থেকে জনতার পাশে ছিল, পাশেই থাকবে
  • ত্রিপুরার শাসকদলের শক্তি বাড়াচ্ছে গুন্ডারা, আর জনতা রয়েছে তৃণমূলের সঙ্গে
  • দেশে সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা চলছে ত্রিপুরায়
  • ত্রিপুরায় রাজনৈতিক পরিবর্তন না হলে মানুষেরই বিপদ, বিজেপিকে উৎখাত করতেই হবে
  • তৃণমূল মেরুদণ্ড বিক্রি করে না কখনও
  • তমসাচ্ছন্ন ত্রিপুরায় সোনালি দিন আনতে বদ্ধপরিকর তৃণমূল
  • বিজেপি বিরোধী একটি ভোটও সিপিএম বা কংগ্রেসকে দিলেই তা বিজেপির দিকে পড়বে

এদিন সাংবাদিক সম্মেলনে হেল্পলাইন নম্বর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে যে কোনও সময় যোগাযোগ করলেই তিনি মানুষের ডাকে সাড়ে দেবেন বলে জানিয়েছেন। বিকেলে সুরমা বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করবেন অভিষেক। 

দেখুন তাঁর বক্তব্যের ভিডিও: 

[আরও পড়ুন: নিয়ম ভেঙে প্রাইভেট টিউশন চালিয়ে বিপাকে, তদন্তের মুখে ৬১ জন প্রাথমিক শিক্ষক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement