প্রণব সরকার: পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটের প্রথম থেকেই প্রবল বিরোধী ছিলেন ত্রিপুরার সিপিএম নেতৃত্ব৷ প্রকাশ্যেই আপত্তির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক বিজন ধররা৷ জোটের তীব্র বিরোধিতা করায় সাসপেন্ড হয়েছিলেন সুদীপ রায়বর্মণের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা৷ পশ্চিমবঙ্গের ফল সেই অসন্তোষই সঠিক প্রমাণ করল৷ তার পরই বাংলার সিপিএম নেতাদের বয়কট করার দাবি উঠল ত্রিপুরা-সিপিএমের অন্দরে৷
অন্যদিকে, বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন বিরোধী নেতা সুদীপ রায়বর্মণ৷ রতন চক্রবর্তী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের এই জয়ের প্রেক্ষিতে আগরতলায় তৃণমূল বিজয় উৎসব পালন করবে৷ জোট হারায় ত্রিপুরার বিদ্রোহী কংগ্রেস নেতারাও উৎসব পালন করেছেন৷
পাশাপাশি, পশ্চিমবঙ্গের জোটের ফল যত খারাপ হয়েছে, ততই তীব্র হয়েছে ত্রিপুরা-সিপিএমের মধ্যে কাটাছেঁড়া৷ ফল প্রকাশের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন বাম নেতৃত্ব৷ রাজ্য সম্পাদক বিজন ধর পরে জানান, “বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ আমাদের রাজ্যের নিরিখে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে৷” কিন্তু একটি বারের জন্যও জোট নিয়ে কথা বলতে রাজি হননি, বরং কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন৷ রাজ্য সিপিএমের অপর শীর্ষনেতা, সাংসদ জিতেন্দ্র চৌধুরির স্পষ্ট মন্তব্য, “জোটের ফলে এই বিপর্যয়, সেটা এখনই বলার সময় আসেনি৷ তবে দলীয় স্তরে এই বিপর্যয় নিয়ে আমরা আলোচনা করব৷”
The post বঙ্গ সিপিএমের বিরুদ্ধে সরব ত্রিপুরার বামেরা appeared first on Sangbad Pratidin.