shono
Advertisement

লেভেল ক্রসিংয়ে ট্রাকের ধাক্কা রাজধানী এক্সপ্রেসে, জখম বেশ কয়েকজন যাত্রী

বিভাগীয় তদন্ত শুরু রেলের৷ The post লেভেল ক্রসিংয়ে ট্রাকের ধাক্কা রাজধানী এক্সপ্রেসে, জখম বেশ কয়েকজন যাত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:10 PM Oct 18, 2018Updated: 03:37 PM Oct 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস৷ প্রহরীহীন লেভেল ক্রসিং পেরতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস৷ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনার জেরে ট্রাক চালকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ দুর্ঘটনায় জখম হয়েছে বেশ কয়েকজন যাত্রী৷ দুর্বার গতিতে ছুটে চলা রাজধানী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগায় টিনের বাক্সের মতো গুঁড়িয়ে গিয়েছে গোটা ট্রাকটি৷ পরে, ট্র্যাক থেকে ট্রাক সরিয়ে লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস মেরামতির কাজ শুরু হয়৷ দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টা তিনেকে অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল৷    

Advertisement

[প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন বোনকে ধর্ষণ দুই দাদার]

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মেঘনগর স্টেশনের অদূরে সাজলি রোডের উপর লেভেল ক্রসিং পেরনোর চেষ্টা করছিলেন একটি মালবাহী ট্রাক৷ প্রহরীহীন লেবেল ক্রসিং পেরতে গিয়ে হঠাৎ সামনে চলে আসে রাজধানী এক্সপ্রেস৷ দুর্ঘটনা এড়াতে শেষ চেষ্টা করেও ব্যর্থ হন ট্রাক চালক৷ মুহূর্তেই চলন্ত এক্সপ্রেসের একটি কামরায় সরাসরি ধাক্কা মারে ট্রাক৷ মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ট্রাকের সামনের অংশ৷ ঘটনাস্থলেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় চালকের দেহ৷ ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত হয় রাজধানীর দু’টি কামরা৷

[সবরীমালায় মহিলা প্রবেশের প্রতিবাদ, কেরল জুড়ে ১২ ঘণ্টা বনধ ভক্তদের]

 

এদিন সকালের এই দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই শুয়ে ছিলেন৷ ট্রাকের ধাক্কায় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ছিটকে পড়েন যাত্রীরা৷ আহত হন বেশ কয়েকজন যাত্রী৷ আহতদের প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়৷ রেল সূত্রে খবর, দুর্ঘটনায় আহত যাত্রীরা নিরাপদেই রয়েছে৷ এদিনের এই দুর্ঘটনায় বড়সড় বিপত্তি না ঘটলেও প্রায় ঘণ্টাতিনেক বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল৷ পরে, রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ কিন্তু, কী কারণে এই দুর্ঘটনা? দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ে কোন প্রহরী ছিল না, কীভাবে ট্রাকটি লাইনের উপর চলে এল তা নিয়েও বিভাগীয় তদন্ত শুরু করেছে রেল৷

The post লেভেল ক্রসিংয়ে ট্রাকের ধাক্কা রাজধানী এক্সপ্রেসে, জখম বেশ কয়েকজন যাত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার