shono
Advertisement

প্রেমে পড়ার পর প্রথম পুজো? জমজমাট হোক এই ৬ উপায়ে

এবার পুজোয় প্রেম জমে ক্ষীর।
Posted: 03:59 PM Oct 13, 2023Updated: 04:48 PM Oct 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানেই প্রেম। পুজো মানেই সঙ্গীর হাত ধরে প্যান্ডেল হপিং, দেদার আড্ডা, আর অল্প স্বল্প খুনসুটি। প্রেমিকার মন ভোলানোর জন্য সব করতে রাজি নতুন প্রেমিক। তবে প্রেমে পড়ার পর যদি এবার প্রথম পুজো হয়, তাহলে কিন্তু একটু স্পেশাল কেয়ার করতেই হবে। কী কী করবেন? কীভাবে করবেন? রইল টিপস।

Advertisement

১) এখন থেকে বসেই প্ল্যান করে নিন সপ্তমী থেকে দশমীর। আর এ ব্যাপারে অবশ্যই সঙ্গীর সঙ্গে পরামর্শ করুন। একা একা একেবারেই প্ল্যান করবেন না। এতে কিন্তু পরে সমস্য়া হতে পারে।
২) পুজোর দিনগুলো কেমনভাবে কাটাবেন, তা প্ল্যান করার সময় অবশ্যই সঙ্গীর পছন্দ ও অপছন্দকে গুরুত্ব দিন। প্রয়োজনে একটু না হয় সমঝোতা করুন। কারণ, অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়। আরও সুন্দর করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে চলা।

৩) সঙ্গীর সঙ্গে মিলিয়ে পোশাকের রং বেছে নিন। দেখবেন প্রেম জমে উঠবে। শহর জুড়ে যেন নিঃশব্দ বার্তা, আমি তোমাকে ভালোবাসি।

[আরও পড়ুন: CPR দিয়ে অসুস্থ পথচারীর প্রাণ বাঁচালেন গুরমিত, অভিনেতার মানবিকতায় কুর্নিশ নেটপাড়ার]

৪) সঙ্গীর সঙ্গে দেখা করুন উপহার নিয়ে। সব সময় যে বড় উপহার দিতে হবে, তার কোনও মানেই নেই। প্রয়োজনে একটা গোলাপ ফুলও ম্য়াজিক করে যাবে।

৫) পুরুষদের বলছি, নিজের যদি গাড়ি থাকে, তাহলে তো প্রেমিকাকে অবশ্যই বাড়ি ছেড়ে আসবেন। অন্তত, প্রেমিকার পাড়া পর্যন্ত। আর যাদের গাড়ি নেই। তাঁরা বরং অ্যাপ ক্যাবের সাহায্য নিন। কিন্তু খেয়াল রাখুন সুরক্ষার ব্যবস্থাও।

৬) ঘুরতে বের হলে ছেলেরাই শুধু খরচ করবে, মেয়েরা নয়, এসব কিন্তু আজকাল আর চলে না। তাই খরচ করুন দুজনেই। দেখবেন পুজোয় প্রেম জমে ক্ষীর।

[আরও পড়ুন: ‘চেষ্টা করেও বন্যায় ত্রাণ দিতে পারছি না, কী দুরাবস্থা’! হিমাচল সরকারকে তোপ ভূমিকন্যা কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement