shono
Advertisement

২০০০ টাকার নোট ফটোকপি করে পুলিশে জালে দুই ব্যক্তি

বাজারে রীতিমতো চালানো হচ্ছে এই জাল ২০০০ টাকার নোট! The post ২০০০ টাকার নোট ফটোকপি করে পুলিশে জালে দুই ব্যক্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:23 AM Jan 28, 2017Updated: 06:03 AM Jan 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ২০০০ টাকার নোট জাল করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি। নতুন ২০০০ টাকার নোটের রঙিন ফোটকপি করে বাজারে চালানোর অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। মুম্বইয়ের এই দুই জাল নোটচক্রীকে ফটোকপি মেশিন এবং স্ক্যানার-সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জেরায় দুই অভিযুক্ত রাজেন্দ্র তাখভলে এবং চেতন পাতিল স্বীকার করে নিয়েছে যে তারা নতুন ২০০০ টাকার নোট ফটোকপি করে জাল করত। আর সেই টাকায় তারা বিয়ার বারে ব্যবহার করত বলেও জানিয়েছে তারা। ইতিমধ্যে ২০০০ টাকার নোটের ৪০টি ফটোকপি বাজারে চালিয়েছে বলেও পুলিশকে জানিয়েছে রাজেন্দ্র এবং চেতন।

তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ফটোকপি মেশিন, সাদা কাগজ এবং ৩০টি ২০০০ টাকার নোটের জাল কপি উদ্ধার করে পুলিশ।

মুম্বইয়ের এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইপি ৪৮৯ (এ), (বি) এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

(সন্ন্যাসিনীর বাড়ি থেকে উদ্ধার ২৪টি সোনার বার, কোটি টাকা)

The post ২০০০ টাকার নোট ফটোকপি করে পুলিশে জালে দুই ব্যক্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement