shono
Advertisement

পুরীর সমুদ্রে অঘটন, সমুদ্র স্নানে নেমে মৃত্যু হাওড়ার ২ বাসিন্দার

মৃত ২ পর্যটক সম্পর্কে বাবা ও ছেলে।
Posted: 08:53 PM May 03, 2023Updated: 09:06 PM May 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর সমুদ্রে বিপত্তি। সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু বাবা ও ছেলে। তাঁরা হাওড়ার বাসিন্দা। সম্পর্কে বাবা ও ছেলে। অসুস্থ আরও এক পর্যটক। তিনি ভরতি হাসপাতালে।

Advertisement

মৃতেরা হলেন রঞ্জন দাস ও ঋষভ দাস। তাঁরা গত ১ মে পুরীর উদ্দেশে রওনা হন। সঙ্গে ছিলেন রঞ্জনের মা, স্ত্রী এবং ভাগ্নে সায়ন দাস। পুরীর স্বর্গদ্বারের কাছে সেক্টর ১৩ এলাকায় সমুদ্রস্নানে নামেন তাঁরা। প্রচণ্ড ঢেউতে রঞ্জন, তাঁর ছেলে ঋষভ ও ভাগ্নে সায়ন তলিয়ে যান। পরিবারের বাকি সদস্যরা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা মানিক, সুপ্রিম কোর্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের]

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। সায়নকে কিছুক্ষণের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়। তবে রঞ্জন এবং তাঁর ছেলেকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দু’জনকে মৃত বলে জানান। সায়নের এখনও চিকিৎসা চলছে। আনন্দ করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে গোটা পরিবার।

[আরও পড়ুন: আদালত চত্বরে শোভন-বৈশাখীকে হুমকির অভিযোগ, জানেনই না বলছেন রত্না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement