সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ফের রেল দুর্ঘটনা৷ রবিবারের ভয়াবহ দুর্ঘটনা থেকে যে কোনও শিক্ষাই নেয়নি রেল কর্তৃপক্ষ, সে কথাই যেন মনে করিয়ে দিল সোমবার ভোরের দুর্ঘটনা৷ যদিও এদিনের দুর্ঘটনায় গতকালের তুলনায় অনেকটাই কম ক্ষয়ক্ষতি হয়েছে৷ এদিন ভোরে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ির দু’টি বগি৷ ঝাঁসির কাছে এই দুর্ঘটনাটি ঘটে৷ হতাহতের কোনও খবর নেই৷
অন্যদিকে, কানপুরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা সরকারি হিসাবে বেড়ে দাঁড়াল ১৩০৷ আহত প্রায় দু’শো জন যাত্রী৷ উদ্ধারকারী এনডিআরএফ কর্মীদের দাবি, শুধুমাত্র এস টু কোচের নিচেই চাপা পড়ে রয়েছেন কমপক্ষে কুড়ি থেকে ২৫ জন৷ উদ্ধারকার্য এখনও চলছে| রবিবার ভোররাতে কী কারণে পাটনা-ইন্দোর এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ দুর্ঘটনার কারণ নিয়ে রেলের আধিকারিকদের মধ্যেও দ্বিমত রয়েছে৷ কেউ কেউ এই দুর্ঘটনার পিছনে নাশকতার গন্ধ পেলেও রেলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, কানপুর-মুম্বই রুটের যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটা সিঙ্গল লাইন৷ তবে ডবল লাইনের কাজ চলছে৷ রবিবার ভোর তিনটে নাগাদ দুর্ঘটনায় পড়ে পাটনা-ইন্দোর এক্সপ্রেস৷ দুর্ঘটনার পাঁচ থেকে সাত মিনিট আগেই ওই লাইন দিয়ে সবরমতী এক্সপ্রেস গিয়েছে৷ কানপুর থেকে আসছিল সবরমতী এক্সপ্রেস৷ পাটনা-ইন্দোর এক্সপ্রেসকে পাস করাতে পুখরায়ান স্টেশনে সাইড লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সবরমতী এক্সপ্রেসকে৷ লাইন ক্লিয়ার থাকায় দ্রুত গতিতেই বেরিয়ে যায় পাটনা-ইন্দোর এক্সপ্রেস৷ পুখরায়ান স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পরেই দুর্ঘটনায় পড়ে পাটনা-ইন্দোর এক্সপ্রেস৷ চার বছর আগেও পুখরায়ানের কাছাকাছি এলাকায় এ ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল৷ তদন্তে দেখা গিয়েছিল, আবহাওয়ার তারতম্যের কারণে রেললাইনের সংকোচন-প্রসারণই ছিল ওই দুর্ঘটনার কারণে৷ তবে এবার দুর্ঘটনার কারণ হিসাবে রেললাইনের সংকোচন-প্রসারণের তত্ত্ব মানতে নারাজ রেল আধিকারিকদের একাংশ৷ আবার রেল লাইন রক্ষণাবেক্ষণের গাফিলতির কথাও মানতে চায়নি রেল কর্তৃপক্ষ৷
(কানপুরের ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ বাবা, দিশাহারা হবু কনে)
পাখুরিয়ায় রেল দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেলযাত্রাকে আরও সুরক্ষিত ও নিরাপদ করতে ও দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনতে রেলমন্ত্রককে পরামর্শ দিয়েছেন| রেলমন্ত্রককে প্রধানমন্ত্রীর এই পরামর্শ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ রবিবার সুরজকুণ্ডে ‘রেল বিকাশ শিবির’ বা রেলের উন্নয়ন সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেন মোদি৷ পাখুরিয়ায় রেল দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দু’মিনিট নীরবতা পালন করেন মোদি৷ এই দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী রেল দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন৷ পরে আগ্রায় জনসভাতেও ভাষণ দেন প্রধানমন্ত্রী৷ সেখানে তিনি পাখুরিয়ায় রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন৷ তাঁদের চিকিৎসায় সরকার সব ধরনের সাহায্য করবে বলেও আশ্বাস দেন৷ পাশাপাশি, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানান৷
(কানপুরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা)
The post উত্তরপ্রদেশে ফের রেল দুর্ঘটনা appeared first on Sangbad Pratidin.