অর্ণব দাস, বারাসত: বাড়ির তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই রাজমিস্ত্রির। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আরও এক। জানা গিয়েছে, বারাসতের আমডাঙার এলাকায় বাড়ি তৈরির সময় হাইভোল্টেজ বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেন তাঁরা। সঙ্গে সঙ্গে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়। এই ঘটনায় মৃতদেহ আটকে রেখে প্রতিবাদ দেখাচ্ছে এলাকার মানুষজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমডাঙার রাহানা এলাকার বাহারুল মণ্ডলের বাড়ি তৈরির কাজ চলছিল। সেই কাজ করছিলেন সান্টু মণ্ডল, মফিজুল মণ্ডল, মইদুল ইসলামরা। জানা গিয়েছে, নির্মাণের কাজ চলাকালীন বিল্ডিংয়ের পাশে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার হাত দিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে ঝলসে যান দুজন। মৃত্যু হয় সান্টু মণ্ডল ও মফিজুল মণ্ডলের। মইদুল ইসলাম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বারাসত হাসপাতালে।
[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]
এদিকে দেহ আটকে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধও করে তারা। অবশেষে বিদ্যুৎদপ্তর থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মিললে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। তাঁদের অভিযোগ, এলাকার মানুষ বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জেরেই এই মৃত্যু।
এলাকাবাসীর অভিযোগ, জনবহুল এলাকার উপর দিয়ে হাই টেনশন তার গিয়েছে। তাই বার বার তারের উপর কভার দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বিদ্যুৎদপ্তর কথা শোনেনি বলে অভিযোগ। তারে কোনও কভার না থাকায় জোড়া মৃত্যু হল বলে আক্ষেপ।
[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন নিয়ে কড়া প্রতিক্রিয়া, কী বলল পাকিস্তান?]