সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে আবারও বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী৷ রাতভর চলা সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে৷ এবার ঘটনাস্থল বদগামের জিনপাঞ্চাল৷ খতম হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷
[প্লাস্টিককে বিদায় জানিয়ে মাটির ভাঁড়ের প্রত্যাবর্তন রেলযাত্রায়]
জম্মু-কাশ্মীরের বদগামের হাপাতনার জঙ্গলে জঙ্গি লুকিয়ে রয়েছে৷ গোপন সূত্রে এই খবর পায় ভারতীয় সেনা৷ সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ওই জঙ্গলে তল্লাশি অভিযান শুরু হয়৷ যে এলাকায় সেনারা লুকিয়ে রয়েছে সেই এলাকায় পৌঁছায় সেনাবাহিনী৷ জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়৷ পালটা জবাব দেয় সেনা৷ শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই৷ বেশ কয়েকঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ে দু’জন জঙ্গিকে নিকেশ করা হয়৷ তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি৷ তবে খতম হওয়া ওই জেহাদিদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ ওই এলাকায় এখনও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনার৷ তাই এখনও জারি তল্লাশি অভিযান৷ নিরাপত্তার স্বার্থে এলাকায় ব্যাহত ইন্টারনেট পরিষেবা৷
এর আগে ১৩ জানুয়ারি কুলগামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় সেনা৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দু’জন জঙ্গিকে নিকেশ করা হয়৷ সেনা সূত্রে খবর, নিকেশ হওয়া ওই দুই জঙ্গিরা জিনাত উল ইসলাম এবং শাকিল আহমেদ দার৷ আল-বদর জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডার ছিল জিনাত৷ ২০১৫ সালে জঙ্গি দলে নাম লেখায় সে৷ গত একবছরে একাধিক নাশকতা, সেনার উপর হামলার ঘটনায় নাম জড়িয়েছিল তার৷ আইইডি বিশেষজ্ঞ হিসাবে কুখ্যাত ছিল সে। সেনাবাহিনী দীর্ঘদিন ধরে এই এ প্লাস প্লাস (A++) ক্যাটাগরির জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছিল৷ ওই দুই জঙ্গির কাছ থেকেও প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়৷
[উপত্যকায় সেনার গুলিতে নিকেশ আল-বদর জঙ্গিগোষ্ঠীর চাঁই-সহ ২]
একের পর এক জঙ্গি হামলার ঘটনায় আতঙ্কিত উপত্যকাবাসী৷ সপ্তাহখানেকের মধ্যে জঙ্গিদমন অভিযানে সেনার সাফল্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তাঁরা৷
The post উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, নিকেশ ২ জেহাদি appeared first on Sangbad Pratidin.