shono
Advertisement

ভারতীয় রেলে মধুবনী শিল্পের ছোঁয়া, প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রসংঘ

উদ্যোগকে স্বাগত জানাল আন্তর্জাতিক সংগঠনটি৷ The post ভারতীয় রেলে মধুবনী শিল্পের ছোঁয়া, প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রসংঘ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:32 PM Aug 29, 2018Updated: 07:02 PM Aug 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিহারের সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে লেগেছে মধুবনী শিল্পের ছোঁয়া৷ গোটা এক্সপ্রেস ট্রেনকে মধুবনী শিল্পের রঙে রাঙিয়ে তুলেছে ভারতীয় রেল৷ যাতে সাহায্য করেছেন বিহারের মিথিলার মেয়েরা৷ ইতিমধ্যে যা নিয়ে এসেছে আন্তর্জাতিক প্রশংসা৷ ভারতীয় রেলের এই উদ্যোগকে স্বাগত জানাল রাষ্ট্রসংঘ৷

Advertisement

[মাওবাদীদের সঙ্গে যোগসাজশ কাশ্মীরের সন্ত্রাসীদের, গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য]

বুধবার তাদের টুইটার অ্যাকাউন্টে রেল মন্ত্রকের এই উদ্যোগের প্রশংসা করেছে রাষ্ট্রসংঘ৷ টুইট বার্তায় আন্তর্জাতিক সংগঠনটি জানায়, ভারতীয় রেলকে সাজিয়ে তুলেছেন বিহারের মহিলারা৷ তাঁদের ঐতিহ্যবাহী মিথিলা বা মধুবনী শিল্পের ছোঁয়ায় রাঙিয়ে তোলা হয়েছে ট্রেনগুলিকে৷ এক্ষেত্রে তারা ব্যবহার করেছেন নিজেদের হাতের আঙুল, দেশলাই কাঠি ও প্রাকৃতিক উপাদান দ্বারা নির্মিত রঙের ব্রাশ৷

[২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ! কোমর বাঁধছে ইসরো]

জানা গিয়েছে, সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের নয়টি কোচকে এভাবে মধুবনী শিল্পের রঙে রাঙিয়ে তোলা হয়েছে৷ এর আগে, ভারতীয় রেলের উদ্যোগে বিহারের একাধিক স্টেশনকেও একইভাবে মৈথিলী শিল্পে সাজিয়ে তোলা হয়েছে৷ এবার ট্রেনকে সাজিয়ে তোলার ক্ষেত্রেই একই শিল্পকে গ্রহণ করল রেল৷ বিহারের অন্যতম লোকশিল্প হল মধুবনী৷ যেখানে হাতের মাধ্যমে বা প্রাকৃতিক সরঞ্জামে ব্যবহার বেশি হয়৷ সূত্রের খবর, পাটনা-রাজধানী এক্সপ্রেসকেও একই ভাবে মধুবনী শিল্পের ছোঁয়ায় সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল৷

The post ভারতীয় রেলে মধুবনী শিল্পের ছোঁয়া, প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রসংঘ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement