shono
Advertisement

বাবার অপমানের বদলা নিতে ইমামকে আক্রমণ কিশোরের

কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ৷ The post বাবার অপমানের বদলা নিতে ইমামকে আক্রমণ কিশোরের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:34 PM Jul 15, 2016Updated: 06:04 PM Jul 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবাকে অপমান করার অপরাধে মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল কিশোর৷ উত্তরপ্রদেশের বরেলিতে গত বুধবার এই ঘটনাটি ঘটেছে৷ বরেলির নবাবগঞ্জ এলাকার একটি মসজিদে প্রকাশ্যে ওই কিশোর ইমামকে আক্রমণ করে বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ৷ নিজের দোষ স্বীকার করে সে জানিয়েছে, বাবার অপমানের বদলা নিতেই সে ইমামকে আক্রমণ করেছে৷

Advertisement

যদিও পুলিশের অনুমান এই গোটা ঘটনায় ওই কিশোরের বাবা ছোটনের হাত রয়েছে৷ ছোটনের আদেশেই তাঁর ছেলে ওই ইমামকে আক্রমণ করে বলে পুলিশের অনুমান৷ এই ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে ছোটন৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদের ইমাম ছোটনকে ভরা মসজিদে ছোটনকে অপমান করেন এবং শাস্তি দেন৷ সেই অপমানের বদলা নিতেই ইমামকে হত্যা করার চেষ্টা করে কিশোর!

The post বাবার অপমানের বদলা নিতে ইমামকে আক্রমণ কিশোরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement