জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ! সেই কথা পরিবারের কাউকে জানালে পরিণাম ভালো হবে না, সেই হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। অবশেষে দু'মাস পর পরিবারকে বিষয়টি জানায় নির্যাতিতা। অভিযুক্ত মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৯ অক্টোবর মামাবাড়িতে গিয়েছিল নাবালিকা। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ১৮ বছর বয়সি মামা নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই কথার কাউকে না বলার জন্য তাকে ভয় দেখায়। সেই ভয়ে দু'মাস বাড়িতে কিছু জানায়নি সে। অবশেষে পরিবারের কাছে মুখ খোলে নির্যাতিতা। এরপর বুধবার বনগাঁ থানায় মামার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হবে। অভিযুক্তকে জেরা করে আসল ঘটনা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গেও। দ্রুত তদন্ত শেষ করতে চাইছে পুলিশ।
