shono
Advertisement

স্বামীই দায়ী এই মহিলার বেশ্যাবৃত্তির জন্য!

নেট দুনিয়ায় ভাইরাল মন্দ মেয়ের এই উপাখ্যানের ভিডিও৷ The post স্বামীই দায়ী এই মহিলার বেশ্যাবৃত্তির জন্য! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:07 AM Aug 18, 2016Updated: 08:37 PM Aug 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ছিল তাঁর৷ স্বামী-সংসার, একটা মেয়ে জীবনে যা যা চাইতে পারে৷ কোনওদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি, একদিন বেশ্যাবৃত্তিই হয়ে উঠবে তাঁর ভবিতব্য৷ আর এর প্রধান কারণ হবে, তাঁর স্বামীই৷

Advertisement

জীবন আমাদের থেকে অনেক মূল্যই নেয় বেঁচে থাকার জন্য৷ আর আপনি যদি ভেবে থাকেন এই মূল্য শুধু আপনাকেই দিতে হয়েছে৷ তাহলে ভুল করবেন৷ একবার এই মন্দ মেয়ের উপাখ্যানটি দেখুন৷ যা ইউটিউবের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কুড়ি লক্ষেরও বেশি মানুষের মনে দাগ কেটে গিয়েছে৷

হ্যাঁ, শিক্ষা তাঁর কম ছিল না৷ কোনও বেসরকারি সংস্থায় একটা চাকরি জুটিয়ে নিতেই পারতেন৷ কিন্তু, সবচেয়ে বড় শিক্ষা তাঁকে জীবন দিয়েছে৷ তাই প্রতিদিন নতুন করে বাঁচেন৷ এই আশায় একদিন ভালবাসার মানুষটা জীবন ফিরে পাবে৷ নাম? থাক সেটা না হয় অজানাই থেকে গেল!

The post স্বামীই দায়ী এই মহিলার বেশ্যাবৃত্তির জন্য! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement