shono
Advertisement

৫ লক্ষ পর্যন্ত আয়ে করছাড়, উচ্চবিত্তদের উপর বাড়ল সারচার্জ

৫ থেকে ৭ কোটি টাকা আয়ে ৭% সারচার্জ চাপাল সরকার৷ The post ৫ লক্ষ পর্যন্ত আয়ে করছাড়, উচ্চবিত্তদের উপর বাড়ল সারচার্জ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM Jul 05, 2019Updated: 03:16 PM Jul 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে, উচ্চবিত্তদের উপর করের বোঝা বাড়াল সরকার৷ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, শুক্রবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মোদি সরকার৷ প্রতিশ্রুতি পূরণ করে ৫ লক্ষ টাকা আয় পর্যন্ত কর ছাড়ের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ পাশাপাশি ২ থেকে ৫ কোটি বার্ষিক আয়ে ৩% ও ৫ থেকে ৭ কোটি টাকা আয়ে ৭% সারচার্জ চাপাল সরকার৷

Advertisement

[আরও পড়ুন: বেসরকারিকরণের দিকে ভারতীয় রেল, বাজেটে ইঙ্গিত অর্থমন্ত্রীর]

ইন্দিরা গান্ধীর পর প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করে, এদিন নয়া ইতিহাস গড়লেন নির্মলা সীতারমণ৷ দিনের শুরুতেই ‘রাজ জমানা’ প্রথা ভেঙ্গে ব্রিফকেসকে বিদায় দিয়ে লাল শালুতে মোড়া বাজেটের নথি নিয়ে সংসদে আসেন নির্মলা৷ শুধু তাই নয়, বাজেটের নাম পালটে করা হয় ‘দেশকা বহিখাতা’৷ দ্বিতীয়বার বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার পর কর সংস্কারের পথে যে হাঁটবে সরকার তা জানাই ছিল৷ সেই প্রত্যাশা বৃথা হয়নি৷ এদিন, অর্থমন্ত্রী জানান, প্যানকার্ড না থাকলে শুধু আধার নম্বর দিয়েই আইটি রিটার্ন জমা দেওয়া যাবে৷ করদাতাদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী৷ এছাড়াও, গৃহঋণের সুদে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় ঘোষণা করেছে সরকার। ৪৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ি-ফ্ল্যাট কিনলে ৩.৫ লক্ষ টাকা ঋণের সুদের উপর কর ছাড় দেওয়া হবে বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ ই-অ্যাসেসমেন্ট-এর ক্ষেত্রে করদাতাকে কোনও ভোগান্তি বা হয়রানির শিকার হতে হবে না এদিকে, শুধু ব্যক্তি নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির জন্যও কল্পতরু সরকার৷ কর্পোরেট সংস্থার ক্ষেত্রে ৪০০ কোটি টাকা বার্ষিক লেনদেনে ২৫ শতাংশ কর দিতে হবে৷ আগে ২৫০ কোটি বার্ষিক আয় বিশিষ্ট সংস্থাকে শুধু কর্পোরেট কর দিতে হত। স্টার্টআপ সংস্থাগুলিকে প্রথমক্ষেত্রে ইনকাম ট্যাক্স স্ক্রুটিনি করা হবে না৷ ইলেকট্রনিক পণ্য তৈরির কাঁচামাল আমদানিতে এক্সাইজ ডিউটি কমানো হয়েছে৷ 

সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন রাজস্ব ঘাটতি এ বার ৩.৪ থেকে কমে ৩.৩ শতাংশ হয়েছে৷ আগামী পাঁচ বছরের মধ্যে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি হবে ভারতের, বাজেট পেশ করার পর এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই বাজেট বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট৷ গরিব মানুষের কথা মাথায় রেখেই এই বাজেট তৈরি করা হয়েছে৷ সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটের প্রতিশ্রুতিই রক্ষা করল সরকার৷       

[আরও পড়ুন: ইমরান-ট্রাম্প বৈঠকের আগে দাউদ-হাফিজ নিয়ে কড়া বার্তা ভারতের]

The post ৫ লক্ষ পর্যন্ত আয়ে করছাড়, উচ্চবিত্তদের উপর বাড়ল সারচার্জ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement