কোভিড পরিস্থিতিতে ব্যাপক ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। এমন পরিস্থিতিতে সাধারণ বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মন্দা কাটিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করাই এবারের বাজেটের মূল লক্ষ্য। সাধারণ বাজেট ২০২১ (Union Budget 2021-2022) সংক্রান্ত সমস্ত লাইভ আপডেট:
সন্ধে ৭.৩০: কেন্দ্রীয় বাজেট হতাশাজনক – প্রতিক্রিয়া আবদুল মান্নান, সুজন চক্রবর্তীর। মানুষের উপর কোপ মারা হয়েছে বলে মন্তব্য সুজন চক্রবর্তীর।
সন্ধে ৬.৩০: ভ্যাকসিনের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে সাধারণ বাজেটে। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘শ্রেষ্ঠ বিনিয়োগ’ বলে উল্লেখ করলেন সেরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালা।
বিকেল ৪.৩০: সাধারণ বাজেট দিশেহারা বলে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর কথায়, এই বাজেটে উপেক্ষিত সাধারণ মানুষ। সব বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র।
বিকেল ৩.৩৮: সাধারণ বাজেটের তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৩.০০: বাজেট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরামণের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুপুর ১২.৪৮: কৃষিপণ্যের উপর কর কাঠামোয় পরিবর্তন।
দুপুর ১২.৪৬: নতুন ফ্ল্যাট কিনলে আয়করে দেড় লক্ষ টাকা ছাড় মিলবে।
দুপুর ১২.৪৫: দেরিতে পিএফ জমা দিলে টাকা কাটা হবে না। শেয়ারের ডিভিডেন্টের উপর টিডিএস কাটা হবে না।
দুপুর ১২.৪২: সস্তায় আবাসনের জন্য ১ বছরের কর ছাড়। গৃহঋণের সুদ ১.৫ লক্ষ টাকা করমুক্ত। সুবিধা মিলবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত।
দুপুর ১২.৪১: স্টার্ট আপদের জন্য কর ছাড়ের সময় বাড়ানো হল। দেওয়া হবে ইনসেনটিভও।
দুপুর ১২.৩৯: ৭৫ বছরে ঊর্ধ্বে পেনশন প্রাপকদের জন্য আয়কর রিটার্ন দিতে হবে না। ব্যাংকে পেনশনে TDS কাটা হবে না বলে বাজেটে প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
দুপুর ১২.৩৫: আয়করে বড় ছাড় প্রবীণদের। সুদের উপর কর দিতে হবে না ৭৫ বছরের ঊর্ধ্বের প্রবীণদের। জমা দিতে হবে না আয়কর রিটার্নও।
দুপুর ১২.২১: ২০২০-২১ অর্থবর্ষে কোষাগার ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে জিডিপি’র ৯.৫ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষের কোষাগার ঘাটতি জিডিপি’র ৬.৮ শতাংশ হওয়ার আশঙ্কা। ৫.৫৪ ;লক্ষ কোটি টাকা মূলধন নিবেশ।
দুপুর ১২.১৯: তৈরি হবে উচ্চশিক্ষা কমিশন। বাংলা ও অসমের চা শ্রমিকদের জন্য ১ হাজার কোটি বরাদ্দ। জনগণনা (digital sensus) হবে ডিজিটাল মাধ্যমে।
দুপুর ১২.০৫: বন্দর ব্যবস্থাপনা এবার বেসরকারি হাতে দেওয়া হবে। দেশের বেশ কয়েকটি বড় বন্দর এবার বেসরকারি সংস্থার হাতে তু;লে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। জাহাজ সারাই শিল্প তৈরি করা হবে। জাপান থেকে পুরনো জাহাজ এনে সারিয়ে তোলা হবে।
দুপুর ১২.০৫: কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার নিশ্চয়তা দিল সরকার। কৃষকদের তাঁদের ফসল কেনার জন্য ১ লক্ষ ৭২ হাজার কোটির বেশি বরাদ্দ করলেন অর্থমন্ত্রী। কৃষিক্ষেত্রে ২০২২-এর মধ্যে কৃষকদের ঋণ বরাদ্দ বেড়ে ধার্য ১৬.৫ লক্ষ কোটি।
সকাল ১১.৫০: ব্যাংকিং ক্ষেত্রে অনাদায়ী ঋণের বোঝা নিয়ন্ত্রণে পদক্ষেপ। বিমা ক্ষেত্রে বিদেশি লগ্নির দরজা আরও খুলে দেওয়া হল। ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে বিমা সংস্থায় বিদেশি লগ্নির সীমা করা হল ৭৪ শতাংশ। শেয়ার বাজারের সংস্কারে একাধিক আইন সংস্কারের প্রস্তাব।২০২২ সালের মধ্যে পবনহংস হেলিকপ্টার পরিষেবার বিলগ্নিকরণ। এছাড়া ২০২২ সালের মধ্যেই জীবন বিমা নিগমের (LIC) শেয়ার বিক্রির উদ্যোগ। অলাভজনক সংস্থা বিক্রির পরিকল্পনা। সরকারি ব্যাংক পুনরুজ্জীবন খাতে ২০ হাজার কোটি।
সকাল ১১.৩৯: একটি জাতীয় পরিকল্পনা তৈরি করেছে ভারতীয় রেল। ২০৩০ সালের মধ্যেই ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি রেল সিস্টেম গড়ে তোলা হবে।
সকাল ১১.৩৯: বিধানসভা নির্বাচনের আগে বাংলার জন্য কল্পতরু নির্মলা। পশ্চিমবঙ্গের জন্য ২৫ হাজার তা বরাদ্দ। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি হবে। ৬৭৫ কিলোমিটার সড়ক তৈরি হবে রাজ্যে। হবে কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার। কাজ হবে ডানকুনি-গোমো লাইনের।
সকাল ১১.৩৩: লজিস্টিক খরচ কমানো। বাংলার ফ্রেট করিডোরে জোর। ভিস্তা ডোম চালু। নিরাপত্তা বাড়াতে হাই ডেনসিটি রুটে অটোমেটিক রেল সিকিউরিটি।
সকাল ১১.২৮: রাস্তা ও হাইওয়ে তৈরির ক্ষেত্রে ভারতমালা প্রকল্পে জোর। কলকাতা-শিলিগুড়ি হাইওয়ে ও অসমের রাস্তা উন্নয়নে মোটা টাকা বরাদ্দ। আগামী তিন বছরে খরচ হবে।
সকাল ১১.২৭: ক্যাপিটাল এক্সপেনডেচার বাড়ানো হল। ৫.৫৪ লক্ষ কোটি বরাদ্দ।
সকাল ১১.২৪: অ্যাসেট মনিটাইজিং প্রোগ্রাম শুরু।
সকাল ১১.২৩: বস্ত্রশিল্প ক্ষেত্রে বিনিয়োগ পার্ক তৈরি করবে কেন্দ্র। ৭ বস্ত্রশিল্প পার্ক তৈরি হবে। বিশ্বমানের রপ্তানি পরিকাঠামো তৈরি হবে।
সকাল ১১.২২: ইনসেনটিভ ভিত্তিক উৎপাদনে জোর।
সকাল ১১.২০: কোভিড ভ্যাকসিন খাতে ৩৫ হাজার কোটি।
সকাল ১১.১৮: ২০ বছর পর ব্যক্তিগত পুরনো গাড়ির স্বাস্থ্য পরীূক্ষা করতে হবে।
সকাল ১১.১৭: বিশুদ্ধ জল শহরে পৌঁছে দিতে মোটা টাকা বরাদ্দ কেন্দ্রের। দূষণ রুখচতে নয়া নীতি।
সকাল ১১.১৫: পুষ্টিক্ষেত্রে নয়া প্রকল্প কেন্দ্রের।
সকাল ১১.১৩: স্বাস্থ্যক্ষেত্রে নয়া ঘোষণা। আত্মনির্ভরতায় জোর। বরাদ্দ ৫৪ হাজার কোটি। বরাদ্দ বাড়ল ১৩৭ শতাংশ।
সকাল ১১.০৭: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার আবৃত্তি করে বাজেট পেশ শুরু করলেন নির্মলা সীতারমণ।
সকাল ১১.০৫: গত এক বছর ধরে নানা নতুন প্রকল্প শুরু করেছে কেন্দ্র। সেই খতিয়ান তুলে ধরছেন অর্থমন্ত্রী।
সকাল ১১.০১: বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ।
সকাল ১০.৫৫: বাজেটে কর্মসংস্থানের হদিশ দিতে হবে, দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।
সকাল ১০.৪৫: ক্যাবিনেট বাজেটকে ছাড়পত্র দিল।
সকাল ১০.৩৩: লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদে পৌঁছলেন।
সকাল ১০.২১: বাজেট পেশের আগে ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীরা।
সকাল ১০.১২: সংসদে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
সকাল ১০.০৪: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সংসদে পৌঁছলেন।
সকাল ১০.০২: বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ অর্থমন্ত্রকের কর্তারা।
সকাল ১০.০০: স্বাধীনতার পর ইতিহাসে প্রথমবার। পেপারলেস বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।