shono
Advertisement

Breaking News

পদ্ম পুরস্কারে উজ্জ্বল অবহেলিতরা

সাধারণ মানুষগুলির এই অসাধারণ কীর্তির কথা জানলে আপনিও কুর্নিশ জানাতে বাধ্য হবেন৷ The post পদ্ম পুরস্কারে উজ্জ্বল অবহেলিতরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:44 AM Jan 26, 2017Updated: 03:15 AM Jan 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করিমুল হক- অ্যাম্বুল্যান্স দাদা৷ উত্তরবঙ্গের  মালবাজারে চা বাগানের সামান্য কর্মী, নিজের মোটর বাইককেই অ্যাম্বুল্যান্সে পরিণত করেছেন৷ ডাক পেলেই রোগী নিয়ে ছোটেন হাসপাতালে৷ দিন-রাত, ঝড়-জলের পরোয়া না করেই৷

Advertisement

বিপিন গনোত্রা- কলকাতার মানুষ তাঁকে চেনেন ‘অগ্নিরক্ষক’ হিসাবে৷ দমকল কর্মী না হয়েও কোথাও আগুন লাগলেই জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েন তিনি৷ আগুনে পুড়ে ভাইয়ের মৃত্যুর পর গত ৪০ বছর ধরে এটাই তাঁর প্রধান কাজ৷

শহরে কোথাও আগুন লাগলেই দেখা পাবেন এনার

বুধবার পদ্ম-পুরস্কার সম্মান ঘোষণার দিন উজ্জ্বল হয়ে থাকলেন এমনই কয়েকজন অবহেলিত, স্বীকৃতিহীন নায়ক-নায়িকা৷ বিরাট কোহলি, সাক্ষী মালিক, দীপা কর্মকারের মতো ক্রীড়াবিদ, শরদ পাওয়ারের মতো রাজনীতিবিদ, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য অজয় কুমার রায়ের মতো শিক্ষাবিদ, যেশুদাস, পণ্ডিত বিশ্বমোহন ভাটের মতো সঙ্গীতজ্ঞের পাশে স্বমহিমায় জায়গা করে নিয়েছেন তাঁরা৷

ঘোষিত তালিকায় রয়েছেন মীনাক্ষী আম্মা, প্রাচীন মার্শাল আর্ট কালারিপায়াট্টুর সবচেয়ে প্রবীণ মহিলা শিল্পী৷ আছেন চিন্তাকিন্দি মালেশ্বাম৷ পোচামপল্লি সিল্ক শাড়ি বয়নের সময় ও শ্রম কমাতে বানিয়ে ফেলেছেন লক্ষ্ণী এএসইউ যন্ত্র৷ ‘দ্য ট্রি ম্যান’ দারিপাল্লি রামাইয়া দেশকে সবুজ করতে জীবন উৎসর্গ করেছেন৷ লাগিয়েছেন প্রায় এক কোটির বেশি গাছের চারা৷ ‘হাইওয়ের মসিহা’ ডা. সুব্রত দাস৷ গুজরাট ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে হাইওয়েতে দুর্ঘটনা ঘটলেই দ্রুত পৌঁছে যান চিকিৎসা করতে৷ ইন্দোরের ‘ডক্টর দিদি’ ডা. ভক্তি যাদব৷ গত ৬৮ বছর ধরে বিনা পারিশ্রমিকে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন ৯১ বছর বয়সি এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ৷ ‘সেতু বন্ধু’ গিরীশ ভরদ্বাজ৷ দেশের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ বাড়াতে অন্তত একশোটি কম বাজেটের সেতু বানিয়েছেন এই ইঞ্জিনিয়ার৷

৭৬-এর আম্মার লাঠির কেরামতিতে কাত কেরল

এখানেই শেষ নয়৷ তালিকাটি বেশ লম্বা৷ নারী পাচার চক্রের হাত থেকে প্রায় ১২ হাজার ও পাচার চক্রের হাত থেকে অন্তত ৪৫ হাজার জনকে উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা করেছেন অনুরাধা কৈরালা৷ স্থানীয় বাসিন্দাদের একত্রিত করে পাঞ্জাবের মজে যাওয়া কালি বেইন নদীর ১৬০ কিলোমিটার সংস্কার করে নিকাশি ব্যবস্থার উন্নতি করা ‘ইকো বাবা’ বলবীর সিং সিচেওয়ালও আছেন পদ্মশ্রী সম্মান প্রাপকদের মধ্যে৷ আছেন বিশেষভাবে সক্ষম কৃষক জেনাভাই দরগাভাই প্যাটেল৷ খরাবিধ্বস্ত সীমান্ত এলাকাকে দেশের সবচেয়ে বেশি ডালিম উৎপাদন কেন্দ্রে পরিণত করেছেন তিনি৷

দৃষ্টিহীনদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ও টি-টোয়েণ্টি বিশ্বকাপে বিজয়ী ভারতকে নেতৃত্ব দেওয়া শেখর নায়েক৷ বিনা খরচে এমআইটি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স পড়ুয়াদের দরজায় পৌঁছে দেওয়া অলনাইন প্ল্যাটফর্ম ‘এডেক্স’-এর প্রতিষ্ঠাতা অনন্ত আগরওয়াল৷ আছেন রিও প্যারালিম্পিক্সে হাইজাম্পে সোনাজয়ী, মদ্যপ চালকের বাসে পিষ্ট হয়ে ডান পা হারানো মারিয়াপ্পান থাঙ্গাভেলু৷

তেরঙায় সেজে উঠল বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফা

হালাক্কি ভোকালিঙ্গ উপজাতির ‘নাইটিঙ্গেল’ হিসাবে পরিচিত লোকশিল্পী সুক্কি বোম্মাগৌড়াও আছেন তালিকায়৷ গত ৫৮ বছর ধরে তিনি সংগীত জগতকে সমৃদ্ধ করে চলেছেন৷ কোশি-সম্বলপুরি সংগীতের নামী শিল্পী, ওড়িশার সবচেয়ে জনপ্রিয় রেকর্ডের গান ‘রাঙ্গাবাটি’র শিল্পী জিতেন্দ্র হরিপালও পদ্মশ্রী পাচ্ছেন৷ যিনি স্কুলের পড়া শেষ করতে পারেননি৷

 সাধারণতন্ত্র দিবস সম্পর্কে এই ১০টি তথ্য জানলে আপনিও গর্বিত হবেন

The post পদ্ম পুরস্কারে উজ্জ্বল অবহেলিতরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement