shono
Advertisement

অর্থাভাবে ২,০০০ টাকার নোট পেতে নির্বীজকরণ করালেন এই প্রৌঢ়

অভাবের তাড়নাতেই এই পদক্ষেপ আলিগড়ের পূরণ সিংয়ের৷ The post অর্থাভাবে ২,০০০ টাকার নোট পেতে নির্বীজকরণ করালেন এই প্রৌঢ় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:07 PM Nov 27, 2016Updated: 02:42 PM Nov 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন হাতে কাজ নেই৷ ঘরে চাল-ডাল বাড়ন্ত৷ তীব্র হচ্ছে অর্থাভাব৷ এমন অবস্থায় কতকটা নিরুপায় হয়ে সরকারের দেখানো পথেই হাঁটলেন এক দরিদ্র প্রৌঢ়৷ দু’হাজার টাকার বিনিময়ে নিজের নির্বীজকরণ করালেন আলিগড়ের পুরণ সিং৷

Advertisement

আলিগড়ের এক গ্রামে দিনমজুরের কাজ করতেন পূরণ৷ ১০০ দিনের কাজের টাকা দিয়েই এতদিন সংসার চলত তাঁর৷ ৮ নভেম্বরের পর থেকে গোটা জীবনটা যেন বদলে যায়৷ খুচরোর আকালে কাজ বন্ধ হয়ে যায়৷ কোথায় যাবেন? কী করবেন? কিছুই ভেবে পাচ্ছিলেন না পূরণ৷

এমন সময়ই খবর পান কাছাকাছি এক নির্বীজকরণের ক্যাম্প বসেছে৷ যেখানে নাসবন্দি করানো হলে ২০০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে৷ আলিগড়ের এক আধিকারিকের কথায়, প্রথমে নিজের স্ত্রীর বন্ধ্যাকরণ করাতে এসেছিলেন পূরণ৷ কিন্তু মহিলার শারীরিক পরিস্থিতি বন্ধ্যাকরণের ধকল সইবার উপযুক্ত ছিল না৷ সেই কারণেই স্ত্রীর বদলে নিজেরই নির্বীজকরণ করিয়ে নেন পূরণ৷

The post অর্থাভাবে ২,০০০ টাকার নোট পেতে নির্বীজকরণ করালেন এই প্রৌঢ় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement