shono
Advertisement

পরিষেবা দিতে ব্যর্থ যোগী সরকার, রাস্তা সারাইয়ে নামলেন খোদ মন্ত্রী

সরকারের সমালোচনায় মন্ত্রিসভার সদস্য৷ The post পরিষেবা দিতে ব্যর্থ যোগী সরকার, রাস্তা সারাইয়ে নামলেন খোদ মন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 10:22 AM Jun 24, 2018Updated: 10:52 AM Jun 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক ইস্যুতে এর আগে উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা৷ তা কতটা কানে নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তা তর্কের বিষয়৷ তবে এবার রাজ্য সরকারকে কাজের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে আক্রমণ শানালেন তাঁরই মন্ত্রিসভার সদস্য, ওম প্রকাশ রাজভর৷ দীর্ঘদিন ধরেই তাঁর বাড়ির সামনের রাস্তার অবস্থা বেহাল৷ সংশ্লিষ্ট দপ্তরে বারবার বলেও কোনও কাজ হয়নি৷ ফলে, কোমর বেঁধে রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়লেন তিনি৷ সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে জানালেন, উত্তরপ্রদেশ প্রশাসনে একজন মন্ত্রীর অনুরোধেও কাজ হয় না৷ ফলে বোঝাই যাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ কী অবস্থায় রয়েছেন৷

Advertisement

[নির্মাণকর্মীদের ভূতের ভয় তাড়াতে শ্মশানেই রাত কাটাচ্ছেন বিধায়ক]

উত্তরপ্রদেশের অনগ্রসর শ্রেণি সম্প্রদায় উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওম প্রকাশ রাজভর৷ গত ২১ জুন হয়েছে তাঁর ছেলের বিয়ে৷ ২৪ জুন অর্থাৎ রবিবার রয়েছে রিসেপশন পার্টি৷ যা অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশের ফতেপুরের কাতাউনা গ্রামে তাঁদের আদি বাড়িতে৷ যেখানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে ভিভিআইপিরা৷ নাম রয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে রয়েছে মন্ত্রীর বাড়ি সংযোগকারী রাস্তা৷ মেরামতির জন্য বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী ওম প্রকাশ৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ ফলে যখন শিয়রে সমস্যা, তখন শনিবার রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন খোদ মন্ত্রী৷ অনুগামীদের নিয়ে তিনি শুরু করে দিলেন জোড়া তাপ্পি দিয়ে রাস্তা সারাইয়ের কাজ৷ উদ্দেশ্য ভিভিআইপি আমন্ত্রিতদের সামনে কোনও রকমে যাতে সম্মানটা রক্ষা হয়৷

[জমি নিয়ে বিবাদ, বৃদ্ধা মাকে ট্রাক্টরের সামনে ছুঁড়ে দিল ‘গুণধর’ ছেলে]

এরপরেই রাজ্য সরকারের প্রতি নিজের চাপা ক্ষোভ উগরে দেন মন্ত্রী ওম প্রকাশ রাজভরের ছেলে অরুণ রাজভর৷ সমালোচনা করে বলেন, একজন মন্ত্রীর সমস্যারই সমাধান করতে পারে না প্রশাসন৷ এর থেকেই বোঝা যায় তাহলে গোটা রাজ্যের মানুষ কোন অবস্থায় রয়েছেন৷ মন্ত্রী বলেন, আর কোনও উপায় না পেয়ে একপ্রকার বাধ্য হয়েই তাঁরা নিজেরা রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়েছেন৷ যাতে আমন্ত্রিতদের কোনও অসুবিধা না হয়৷ প্রসঙ্গত, কেবল এবার নয়, গত একবছরে একাধিক বারবার যোগী প্রশাসনের সমালোচনা করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন ওম প্রকাশ রাজভর৷ এমনকী রাজ্যসভা ভোটেও তিনি উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি প্রার্থীকে ভোট দিতে বেঁকে বসেছিলেন৷ পরে অমিত শাহের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছিল৷ কয়েকদিন আগেই তিনি সাক্ষাৎ করেছিলেন সমাজবাদী পার্টির নেতা শিবপাল সিং যাদবের সঙ্গে৷ যাতে প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর দলবদলের৷

The post পরিষেবা দিতে ব্যর্থ যোগী সরকার, রাস্তা সারাইয়ে নামলেন খোদ মন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement