সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরফি আর তাঁর আজব সাজগোজ। যে যাই বলুক না কেন, উরফি কিন্তু দিব্য রয়েছেন। কখনও গায়ে পড়ছেন জিনস প্য়ান্ট, তো কখনও সারা শরীরে জাল জড়িয়ে হাজির ক্য়ামেরার সামনে। আর সেই সাজগোজের ভিডিও ইনস্টাগ্রামে আপলোড হতেই হাজার হাজার ভিউ। তবে এবার উরফি একেবারে নতুন অবতারে। কালো খোলামেলা পোশাক পরে একেবারে বিড়ালের কায়দায় হাঁটলেন উরফি। আর বললেন…. ‘ম্য়াও’!
হাতে সিনেমা, সিরিজ, সিরিয়াল নিদেনপক্ষে একটি রিয়ালিটি শো-ও নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সুপারহিট উরফি জাভেদ (Urfi Javed)। কেন? তা আর নতুন করে বলে দিতে হবে না। উরফির ফ্যাশনের ঝুলিতে নিত্যনতুন গল্প।
[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর টিজারে রোমহর্ষক রণবীর, দেখলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!]
অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনই বিশেষ মাথা ঘামাননি। তবে সম্প্রতি রেস্তরাঁয় ঢুকতে বাধা পেয়ে চূড়ান্ত হতাশ হয়েছিলেন সোশ্যাল মিডিয়ার তারকা। ইনস্টা স্টোরিতে তিনি লিখেছিলেন, “এটা কী সত্যিই একবিংশ শতাব্দী মুম্বই? আজ আমায় রেস্তরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। আপনার আমার ফ্যাশন পছন্দ নাই-ই হতে পারে। তার জন্য আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারেন না। আর যদি কারণ এটাই হয়, তাহলে ভুলভাল অজুহাত দেবেন না। আমি বীতশ্রদ্ধ।” অনলাইন খাবার ডেলিভারি সংস্থাকে ট্যাগ করে বিষয়টি দেখতেও বলেন উরফি।
উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।