সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শতাব্দীর ছয়ের দশকের শেষে চাঁদের (Moon) মাটিতে নেমেছিলেন নিল আর্মস্ট্রং। কিন্তু গত পঞ্চাশ বছরে চাঁদের মাটিতে নামেনি কোনও মার্কিন মহাকাশযান। অবশেষে সেই খরা কাটিয়ে চন্দ্রপৃষ্ঠে ফের অবতরণ আমেরিকার (US)। ‘অডিসিয়াস’ নামের এক বেসরকারি সংস্থার নভোযান নেমে পড়ল পৃথিবীর একমাত্র উপগ্রহটির পিঠে। চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিমি দূরের এক স্থানে এটি নেমেছে।
এর আগে এবছরই চাঁদের মাটিতে নেমেছিল জাপানের মহাকাশযান। এবার চন্দ্রপৃষ্ঠে নেমে পড়ল আমেরিকাও। এই অভিযানকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিজ্ঞানী মহল। আসলে আগামী কয়েক বছরের মধ্যে চাঁদের মাটিকে ফের মানুষ পাঠাতে চায় নাসা। তার আগে এই ধরনের অভিযান অত্যন্ত জরুরি। আসলে এভাবে কয়েকটি মনুষ্যহীন যান পাঠিয়ে চাঁদের পরিবেশ সম্পর্কে আরও বেশি তথ্য হাতে পেতে চায় আমেরিকা। তাহলেই দ্রুত ফের মহাকাশচারীকে চাঁদে পাঠানোর মিশন সফল করার পথ প্রশস্ত হবে।
[আরও পড়ুন: বুমরাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাকে তিন উইকেট উৎসর্গ করলেন আকাশ?]
তবে মাত্র ৮ দিনে গন্তব্য পৌঁছে যাওয়া যানের ল্যান্ডারটি কী অবস্থায় রয়েছে তা এখনও বিশদে জানা যায়নি। তবে এর অবতরণের সাফল্য সম্পর্কে নিশ্চিত আমেরিকা। প্রসঙ্গত, গত বছর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল ভারতের চন্দ্রযান-৩।