সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা যখন ধর্ষণ এবং খুন কাণ্ডে উত্তাল, আর জি করের ঘটনায় অচলাবস্থা সরকারি হাসপাতালগুলিতে, তখন উত্তরপ্রদেশের বুলন্দশহরে ছ’বছরের দলিত শিশুর উপর চলল বর্বর অত্যাচার। বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণের অভিযোগ জনৈক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। এমনকি ছাড় পেল না উঠোনে বেঁধে রাখা ছাগলও!
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গজেন্দ্র সিং (৫৭) বুলন্দশহরের শিকারপুর ব্লকের কৃষি উন্নয়ন আধিকারিক। তিনি নির্যাতিতা শিশুর পরিবারের পরিচিত। এই কারণেই আহমেদগড় থানা এলাকার ওই বাড়িতে ঢুকতে অসুবিধা হয়নি তাঁর। অভিযোগ, সোমবার সন্ধ্যায় বাড়ির লোকেরা খামারে কাজ করছিলেন। তখনই ফাঁকা বাড়িতে ঢুকে ৬ বছরের শিশুকে ধর্ষণ করেন গজেন্দ্র। এমনকী উঠোনে বেঁধে রাখা ছাগলটির সঙ্গেও দুষ্কর্ম করেন বলে অভিযোগ।
[আরও পড়ুন: চিকিৎসকদের আন্দোলনে শিকেয় হাসপাতালের পরিষেবা, চূড়ান্ত হয়রানি রোগীদের]
এই ঘটনায় বিরাট শোরগোল শুরু হয়েছে যোগীরাজ্যে। ঘটনার তদন্ত নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ। চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অভিযুক্ত আধিকারিক। পাশাপাশি ওই পরিবারকে ৮ লক্ষ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যোগী সরকার। যেহেতু ধৃত এক জন সরকারি আধিকারিক, তাই তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। এদিকে ঘটনায় উদ্বিগ্ন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলাশাসককে মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। দোষীর কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।