shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

বাড়ি ফিরলেই হাঁ করে তাকিয়ে থাকে বউ! রেগে মেয়ের সামনেই খুন স্বামীর

মর্মান্তিক কাণ্ড উত্তরপ্রদেশে।
Published By: Anwesha AdhikaryPosted: 03:36 PM Jul 17, 2024Updated: 03:36 PM Jul 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিন খাটাখাটনি করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। সেখানেও নাকি শান্তি নেই। কোনও কারণ নেই, হাঁ করে তাকিয়ে থাকেন স্ত্রী। সেই কাণ্ডে রেগে গিয়ে ভয়ংকর কাণ্ড ঘটালেন স্বামী। গলা টিপে খুন করে ফেললেন স্ত্রীকে। তার পর থানায় গিয়ে সাফ স্বীকার করে নিলেন, খুন করেছি স্ত্রীকে।

Advertisement

মারাত্মক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। জানা গিয়েছে, মৃতের নাম মঞ্জু দেবী। মেরঠ পুরসভার সাফাইকর্মী হিসাবে কাজ করতেন তিনি। একই পেশায় ছিলেন তাঁর স্বামী শচীন বাল্মীকিও। গত সোমবার কাজ সেরে বাড়ি ফেলেন শচীন। অভিযোগ, বাড়ি ফেরার পরে স্ত্রী মঞ্জু তাঁর দিকে ঠায় তাকিয়ে ছিলেন। কোনও কারণ ছাড়াই কেন তাকিয়ে আছেন, সেই নিয়ে তুমুল ঝগড়া হয় দম্পতির। সেই রাগেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন শচীন।

[আরও পড়ুন: কেজরির জামিন মামলা, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রসঙ্গ তুলে সরব আইনজীবী

তবে নিজের অপরাধ স্বীকার করে নিতে থানায় যান তিনি। আত্মসমর্পণ করে বলেন, "কোনও কারণ ছাড়াই বউ হাঁ করে তাকিয়েছিল আমার দিকে। তাতেই রেগে গিয়ে খুন করে ফেলেছি।" এখানেই অবশ্য শেষ নয়। স্থানীয় পুলিশ আধিকারিক অনুপ সিং বলেন, "শচীন জানিয়েছেন তাঁর স্ত্রী নাকি পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। বহুবার স্ত্রীকে ফোনে কথা বলতে দেখেই সন্দেহ জাগে তাঁর।"

খুনের সময়ে বাড়িতে ছিল দম্পতির পাঁচ বছরের শিশুকন্যা। তার চোখের সামনেই খুন হন মঞ্জু। তবে আরও দুই কন্যা ওই সময়ে স্কুলে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, আপাতত শচীনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। খুনের সময়ে তিনি মাদকাসক্ত ছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ভোট বিপর্যয়ের জেরে মুষল পর্ব উত্তরপ্রদেশ বিজেপিতে! যোগীর সঙ্গে ‘দূরত্ব’ ডেপুটি কেশব মৌর্যর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ি ফেরার পরে স্ত্রী মঞ্জু তাঁর দিকে ঠায় তাকিয়ে ছিলেন। কোনও কারণ ছাড়াই কেন তাকিয়ে আছেন, সেই নিয়ে তুমুল ঝগড়া হয় দম্পতির।
  • নিজের অপরাধ স্বীকার করে নিতে থানায় যান তিনি। আত্মসমর্পণ করে বলেন, "কোনও কারণ ছাড়াই বউ হাঁ করে তাকিয়েছিল আমার দিকে। তাতেই রেগে গিয়ে খুন করে ফেলেছি।"
  • খুনের সময়ে বাড়িতে ছিল দম্পতির পাঁচ বছরের শিশুকন্যা। তার চোখের সামনেই খুন হন মঞ্জু।
Advertisement