shono
Advertisement

‘বিজ্ঞানীরা চাঁদ থেকে ফিরলে…’, ISRO-র সাফল্যে এ কী বললেন যোগীরাজ্যের বিধায়ক!

নেতাকে নিয়ে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়।
Posted: 01:51 PM Aug 24, 2023Updated: 01:51 PM Aug 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ‘হাতের মুঠোয়’ চাঁদ। ইসরোর (ISRO) যুগান্তকারী সাফল্যে চমকে গিয়েছে গোটা বিশ্ব। ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। গর্বিত গোটা দেশ। ভারতীয় বিজ্ঞানীদের এই সাফল্যে ভাগ বসাতে ময়দানে নেমে পড়েছেন রাজনীতবিদরা। সেই কাজ করতে গিয়ে অনেকেই মুখ ফসকে এমন কথা বলছেন, যার ফলে হাসির খোরক হচ্ছেন তাঁরা। যেমন, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধায়ক ওপি রাজভরের বক্তব্য নিয়ে তৈরি হচ্ছে অসংখ্য মিম। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর বক্তব্যের ভিডিও। কী এমন বলেছেন?

Advertisement

বুধবার তৃতীয় চন্দ্রযানের সাফল্যের পর সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা রাজভর অভিনন্দন জানান বিজ্ঞানীদের। বলেন, “কঠোর পরিশ্রম এবং গবেষণার জন্য ভারতীয় বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই। তৃতীয় চন্দ্রযানের সাফল্যে অভিনন্দন জানাই। আগামীকাল তাঁরা নিরাপদে পৃথিবীতে ফিরে এলে, সমগ্র দেশের তরফে তাঁদের স্বাগত জানানো উচিত।” বলা বাহুল্য, চন্দ্রযান ৩ চাঁদে মানুষ পাঠানোর মিশন ছিল না। চাঁদের আবহাওয়া এবং খনিজ সম্পদ সম্পর্কিত গবেষণা জন্য পাঠানো হয়েছে অত্যাধুনিক যন্ত্র। যা চন্দ্রপৃষ্ঠে ঘুরে তথ্য পাঠাবে বিজ্ঞানীদের।

[আরও পড়ুন: হাতে চাঁদ পেল ভারত, ১৪০ কোটির স্বপ্ন নিয়ে চন্দ্রপৃষ্ঠে ইসরোর ‘বিক্রম’]

বোঝাই যাচ্ছে, চন্দ্রযান ৩ অভিযান সম্পর্ক বিশেষ কিছু জানা ছিল না বিধায়ক মহাশয়ের। অতি আবেগে আলটপকা মন্তব্য করে ফেলেছেন। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার নিচে মজার মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেরই বক্তব্য, মেধাবী বিজ্ঞানীদের সাফল্যে তড়িঘড়ি ভাগ বসাতে গিয়েই লোক হাসাচ্ছেন ইসরো গবেষণা সম্পর্কে বিন্দুবিসর্গ না জানা রাজনীতিবিদরা।

[আরও পড়ুন: ‘স্বপ্নের ভারত গড়তে প্রতিটা ভোট দামী’, নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ হয়েই বললেন শচীন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement