সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি থেকে গ্রেপ্তার করা হল বিশিষ্ট কবি, সমাজকর্মী ও বামপন্থী চিন্তাবিদ ভারভারা রাওকে। সুপ্রিম কোর্টের নির্দেশে এতদিন গৃহবন্দি ছিলেন তিনি। এবার গৃহবন্দির মেয়াদ শেষ হওয়ায় শনিবার তাঁকে গ্রেপ্তার করে পুণে সিটি পুলিশ। এলগার পরিষদ মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে ভারভারা রাওয়ের বিরুদ্ধে। অভিযোগ, একাধিক মাওবাদী কার্যকলাপের সঙ্গে এই বামপন্থী বুদ্ধিজীবী যুক্ত রয়েছেন। নেপাল ও মণিপুরে অস্ত্র পাচার করতে তিনি সাহায্য করেন। এছাড়া গড়চিরৌলির সুরজগড়ে মাও হামলার সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন বলে অভিযোগ পুলিশের।
[ বড়সড় বিস্ফোরণে কেঁপে উঠল অমৃতসর, নিহত তিন ]
গত ৮ আগস্ট ভারভারা রাওকে গ্রেপ্তার করেছিল পুণে সিটি পুলিশ। তাঁর সঙ্গে সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেরা, ভের্নন গঞ্জালভেস এবং অরুণ নওলাখাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভীমা-কোরেগাঁও হিংসায় জড়িত থাকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে৷ পাশাপাশি, মাওবাদী কাজকর্মে যুক্ত থাকার এবং এই সংগঠনকে অর্থিক সাহায্য করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনার পরেই বাম বুদ্ধিজীবীদের গ্রেপ্তারির প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন ঐতিহাসিক রোমিলা থাপার, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক, দেবকী জৈন, সমাজতত্ত্ববিদ সতীশ দেশপাণ্ডে, লেখক মায়া দারুওয়ালার মতো বামপন্থী বুদ্ধিজীবীরা। ভারভারা রাও, সুধা ভরদ্বাজদের গ্রেপ্তারে স্থগিতাদেশ চেয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে রাজি হয়নি শীর্ষ আদালত। পাঁচজনকে নিজেদের ঘরেই নজরবন্দি রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ জানায়, ধৃত বাম বুদ্ধিজীবীদের পুলিশি হেফাজতে নেওয়া যাবে না। তাঁদের বাড়িতেই নজরদারিতে রাখা যেতে পারে। নির্দেশ ছিল, গৃহবন্দি থাকার সময়ে তাঁদের সঙ্গে বাইরের কেউ দেখা করতে পারবেন না। বাইরের কারও সঙ্গে কথা বলতে পারবেন না তাঁরা।
[ আরও শক্তিশালী হবে নৌসেনা, মার্কিন ফৌজি কপ্টার ‘রোমিও’ কিনছে ভারত ]
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাওয়ের গৃহবন্দির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়িয়ে দেয় হায়দরাবাদ হাই কোর্ট। শনিবার তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হতেই এসিপি শিবাজী পওয়ার তাঁকে গ্রেপ্তার করেন। সেকেন্দ্রাবাদের জওহরনগরের বাড়ি থেকে রাওকে গ্রেপ্তার করা হয়। খুব শীঘ্রই তাঁকে আদালতে পেশ করা হবে বলে খবর।
The post গৃহবন্দি থাকার মেয়াদ ফুরোতেই ফের গ্রেপ্তার ভারভারা রাও appeared first on Sangbad Pratidin.