shono
Advertisement

Breaking News

যে কোনও ইস্যুতে মোদির নাম জড়ানো এখন ‘ফ্যাশন’!

প্রধানমন্ত্রীর নাম তুলে বারবার আক্রমণ শানাচ্ছেন রাহুল গান্ধী, তখন ড্যামেজ কন্ট্রোলে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু৷ The post যে কোনও ইস্যুতে মোদির নাম জড়ানো এখন ‘ফ্যাশন’! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:44 PM Nov 05, 2016Updated: 12:14 PM Nov 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক পদ এক পেনশন-প্রকল্পে যখন প্রধানমন্ত্রীর নাম তুলে বারবার আক্রমণ শানাচ্ছেন রাহুল গান্ধী, তখন ড্যামেজ কন্ট্রোলে আসরে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু৷ জানালেন, যে কোনও কাণ্ডে মোদির নাম জড়ানো এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে৷

Advertisement

এক পদ এক পেনশন প্রকল্প রূপায়ণের দাবিতে প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যাকে ঘিরে সরগরম দিল্লি৷ একদিকে প্রশাসনের হাতে আটক কেজরি-রাহুলের ঘটনা যখন মোদি সরকারের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে, অন্যদিকে এই ইস্যুকে ভিত্তি করেই বিজেপি বিরোধী জোট সক্রিয় হতে ঘর গুছোচ্ছে৷ আর এই পরিস্থিতিতে বারবার উঠে আসছে মোদির নাম৷ সেনার সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্বের অংশীদার হিসেবে যখন মোদির নাম উঠে আসে, তখন সেনাকর্মীর আত্মহত্যার দায়ও তাঁকেই নিতে হবে, এমনটাই দাবি বিরোধীদের৷ এই মতেরই তীব্র বিরোধিতা করলেন ভেঙ্কাইয়া নাইডু৷ জানালেন, আগে সবকিছুর জন্য আরএসএস-কে দায়ী করা হত৷ তাঁর দাবি, যদি কোথাও বৃষ্টি না হত, কোনও দম্পতির সন্তান না হত, অমনি দোষ দেওয়া হত সংঘকে৷ আর এখন যে কোনও ইস্যুতে জড়িয়ে ফেলা হয় মোদির নাম৷ তাঁর মতে এটি এখন একটি চলতি ফ্যাশন হয়ে উঠেছে৷জনপ্রিয়তা পেতেই যে এ কাজ করা হচ্ছে, এমনটাই মত তাঁর৷

The post যে কোনও ইস্যুতে মোদির নাম জড়ানো এখন ‘ফ্যাশন’! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement