সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনডিটিভি ইন্ডিয়া-র উপর জারি হওয়া নিষেধাজ্ঞা নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন আগেই৷ এবার এই ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু৷ জানালেন, যাঁরা এখন বিরোধিতা করছে তাঁরাই এককালে শিল্পীকে কার্টুন আঁকার জন্য জেলে পাঠিয়েছিল৷
পাঠানকোট হামলার সম্প্রচার নিয়ে সর্বভারতীয় চ্যানেলটির উপর একদিনের নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র৷আর তা নিয়ে এ মুহূর্তে সরগরম জাতীয় রাজনীতি৷গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত হেনে দেশে জরুরি অবস্থা ফিরিয়ে আনার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন বিরোধীরা৷ কেন্দ্রের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে দেশের এডিটরস গিল্ডও৷
এদিকে নিষেধাজ্ঞার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ৷ তবে দেশের নিরাপত্তার স্বার্থেই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আগেই বলেছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী৷ এবং এ নিয়ে রাজনীতিরও অভিযোগ তুলেছিলেন৷ প্রশাসনের সিদ্ধান্ত ঘোষণা করার পর অনেকটা সময় নিয়ে হিসেব কষেই যে বিরোধীরা আসরে নেমেছে তাও জানিয়েছিলেন৷ এবার সরাসরি বিরোধীদের আক্রমণ করে সরব হলেন তিনি৷ জানালেন, কংগ্রেসের এ নিয়ে সমালোচনা করার কোনও অধিকারই নেই৷ কেননা ইউপিএ আমলে মোট ২১টি চ্যানেলকে এইরকম নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল৷ কংগ্রেস আমলের জরুরি অবস্থার উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেস যদি এ বিষয়ে আঙুল তোলে তবে সে আঙুল তাদের নিজেদের দিকেই ঘুরে যাবে৷ রাজ্যে রাজ্যে পায়ের নীচের জমি হারানোর হতাশাতেই যে কংগ্রেস এই বিরোধিতার রাজনীতি করছে সে অভিযোগও করেন তিনি৷
কেন্দ্রের এই সিদ্ধান্তে বাকস্বাধীনতা খর্ব হচ্ছে বলে যাঁরা সওয়াল করেছেন, তাঁদের একহাত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিজেপি কখনও কোনও প্রধানমন্ত্রীকে রক্তের দালাল বলে আক্রমণ করেনি৷ কটাক্ষ করে তিনি বলেন, বাকস্বাধীনতা তো এখন এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে৷ আক্রমণের মাত্রা বাড়িয়ে তিনি জানিয়েছেন, যাঁরা এখন এই সিদ্ধান্তের সমালোচনা করছেন তাঁরাই এক সময় কার্টুন আঁকার জন্য শিল্পীদের জেলে পাঠিয়েছেন৷ রাজনীতির অভিযোগ তুলেছিলেন আগেই, তবে এবার সরাসরি বিরোধীদের আক্রমণে ধরাশায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী৷
The post এনডিটিভি ইন্ডিয়া প্রসঙ্গে বিরোধীদের তোপ বেঙ্কাইয়ার appeared first on Sangbad Pratidin.