shono
Advertisement

Breaking News

বলিউড নায়কদের দিব্যি টক্কর দেবে রিজিজু-রাঠোরের এই শরীরচর্চা

আগে দেখেছেন ভারতীয় রাজনীতিবিদদের এমন শরীরচর্চার নমুনা? The post বলিউড নায়কদের দিব্যি টক্কর দেবে রিজিজু-রাঠোরের এই শরীরচর্চা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:52 PM Apr 20, 2017Updated: 11:22 AM Apr 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার চুল না পাকলে নাকি রাজনীতিতে অভিজ্ঞতা হয় না৷ এমনটাই প্রচলিত ছিল একটা সময়৷ কিন্তু সময় যত এগিয়েছে এই কথাও পুরাতনের খাতায় ঠাঁই পেয়েছে৷ আর রাজনীতি পেয়েছে তারুণ্যের তকমা৷ এখন দেশের রাজনীতি আর বার্দ্ধক্যের একপেশে গণ্ডীতে সীমাবদ্ধ নয় বরং তারুণ্যের যোগে হয়ে উঠছে ফিট অ্যান্ড ফাইন৷ আর এই নয়া প্রথাকেই এগিয়ে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার দুই সদস্য রাজ্যবর্ধন সিং রাঠোর ও কিরেন রিজিজু৷ দু’জনের শরীরচর্চার নমুনা দেখলে বলিউড হিরোরাও অবাক হয়ে যাবেন৷

Advertisement

[হিন্দু দেবীর ছবি পোস্ট করে বিপাকে হলিউড গায়িকা]

এখন কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেও কমনওয়েলথ গেমসে সোনা জেতা অ্যাথলিট রাজ্যবর্ধন সিং রাঠোর৷ দীর্ঘদিন কাজ করেছেন ভারতীয় সেনার হয়ে৷ রাজনীতিতে যোগ দিয়েও সে দিনের অভ্যাসগুলি ছাড়েননি বিজেপি সাংসদ৷ প্রতিদিন নিয়মিত এভাবেই শরীরচর্চা করেন তিনি৷

While doing duty we’ve no time for physical fitness. But my Olympian colleague @Ra_THORe manages some time & gives me a tough challenge

pic.twitter.com/ZKDAa2B96F

— Kiren Rijiju (@KirenRijiju) April 19, 2017

রাজ্যবর্ধনের না হয় অভ্যেস রয়েছে৷ অতীতের কারণও রয়েছে৷ কিন্তু তাঁরই সতীর্থের এই রূপ আগে কেউ দেখেছেন কি?

Young friends, stay away frm drugs, be fit. Let’s build @narendramodi ji’s #NewIndia dream. I took out 30 mins frm work 2 respond @Ra_THORe pic.twitter.com/fkWQ8UdmRC

— Kiren Rijiju (@KirenRijiju) April 20, 2017

রাজ্যবর্ধনকে তো বটেই অনেক বলিউড অভিনেতাদের সঙ্গে টক্কর দিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই রাষ্ট্রমন্ত্রীর মাসল পাওয়ার৷ প্রতিদিন হাজারও কাজে ব্যস্ত থাকেন৷ কিন্তু এর মধ্যেও নিয়মিত ৩০ মিনিট করে এভাবেই শরীরচর্চা করে থাকেন  অরুণাচল পশ্চিমের সাংসদ৷

[হাওড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুতর জখম ২]

দুই নেতার এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়৷ দুই সতীর্থর এই ডেডিকেশনের প্রশংসায় পঞ্চমুখ রেলমন্ত্রী সুরেশ প্রভু এবং ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিজয় গোয়েলের ব্যক্তিত্বরাও৷

The post বলিউড নায়কদের দিব্যি টক্কর দেবে রিজিজু-রাঠোরের এই শরীরচর্চা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement