সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুথাইয়া মুরলীধরনের (Muttiah Muralitharan) বায়োপিকে অভিনয় করবেন না। সোমবারই টুইটারে একথা জানিয়ে দিয়েছিলেন বিজয় সেতুপতি (Vijay Sethupati)। তারপরও অভিনেতার নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়।
জুলাই মাসে শ্রীলঙ্কার ক্রিকেট তারকাকে নিয়ে ছবি তৈরি করার কথা জানিয়েছিলেন পরিচালক শ্রীপতি। ছবির নাম দেওয়া হয়েছিল ‘৮০০’ (800 movie)। গত ১৩ অক্টোবর মোশন পোস্টার প্রকাশ্যে আসে। মিনিট খানেকের সেই ভিডিওর শেষে মুরলীধরনের চরিত্রে তামিল তারকা বিজয় সেতুপতির ছবির প্রকাশ্যে আসে। এরপর থেকেই নেটদুনিয়ার একাংশের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিনেতাকে। ট্রেন্ডিং হয় ‘শেম অন বিজয় সেতুপতি’ (#ShameOnVijaySethupati) হ্যাশট্যাগ। প্রশ্ন ওঠে, শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলদের গণহত্যাকে সমর্থন করার পরও কেন তাঁর বায়োপিকে বিজয় সেতুপতি অভিনয় করছেন?
[আরও পড়ুন: ‘দিলওয়ালে দুলহনিয়া’র নস্ট্যালজিয়া ফিরিয়ে শাহরুখ-কাজলকে বিরল সম্মান লন্ডন প্রশাসনের]
এরপরই সোমবার মুরলীধরনের চিঠি টুইট করেন বিজয় সেতুপতি। যেখানে শ্রীলঙ্কার ক্রিকেট তারকা বিজয়কে তাঁর বায়োপিকের প্রজেক্ট থেকে বেরিয়ে আসার অনুরোধ করেন। বলেন, তাঁর জন্য বিজয়ের সমালোচনা হোক, এমনটা তিনি চান না। মুরলীধরনের কথা মতোই বায়োপিক ছাড়ার কথা ক্যাপশনে জানিয়েছিলেন তামিল তারকা। তারপরও সোশ্যাল মিডিয়ায় তাঁর নাবালিকা কন্যা শ্রীজাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।
উল্লেখ্য, কিছুদিন আগেই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির (M S Dhoni) কন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। এমন জঘন্য মন্তব্যের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছেন অনেকে। এই ধরনের বিকৃত মনোভাবাপন্ন মানুষদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন নেটিজেনরা।