সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ফেব্রুয়ারি মাসেই বহুদিনের প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত মাসে। আর এবার বিয়ের এক বছর হতেই বিক্রান্তের সংসারে নতুন সদস্য আসার খবর। হ্যাঁ,বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিক্রান্তের স্ত্রী শীতল অন্তঃসত্ত্বা। খুব শীঘ্রই খোদ বিক্রান্ত সবাইকে দেবেন এই সুখবর।
শীতলও পেশায় অভিনেত্রী। শোনা যায়, ২০১৫ সালে বিক্রান্ত ও শীতলের সম্পর্কের সূত্রপাত হয়। ২০১৯ সালে প্রেমিকার সঙ্গে বাগদান সারেন অভিনেতা। সে অনুষ্ঠানেও বিশেষ আড়ম্বর ছিল না। ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান করে আংটিবদল করেন বিক্রম ও শীতল। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে তাঁর নেই।
[আরও পড়ুন: ‘সায়ন্তিকাকে টেনে আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা চলছে’, মুখ খুলেন জায়েদ খান]
তার পর অবশ্য দু’টি বছর কেটে গিয়েছে। এখন বলিউডে জোর গুঞ্জন, মুম্বইয়ে নিজের বাড়িতেই রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন বিক্রান্ত ও শীতল। ২০২২ সালে ফেব্রুয়ারি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে সেরে ফেলেন দু’জন।
কোরিওগ্রাফার শ্যামক দাভরের গ্রুপে নাচ করতেন বিক্রান্ত। পরে হিন্দি সিরিয়াল জগতে নিজের অভিনয় সফর শুরু করেন। জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিক্রান্ত। কিন্তু পরে সিরিয়ালের জগত থেকে নিজেকে সরিয়ে নেন। কারণ সিনেমায় অভিনয়ই ছিল তাঁর লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে সফলও হয়েছেন অভিনেতা। ‘লুটেরা’, ‘দিল ধড়কনে দো’, ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, ‘ছপাক’, ‘হাসিন দিলরুবা’র মতো সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে করে চলেছেন অভিনয়।