shono
Advertisement

Breaking News

জানেন কি, ডনকেও ধরতে পারেন এই তারকা?

সেহওয়াগ, যিনি কি না এখন কিংস ইলেভেন পাঞ্জাব-এর মেন্টর, খুব অভিনব ভাবে প্রশংসা করলেন বিরাটের সাম্প্রতিক পারফর্ম্যান্সের! The post জানেন কি, ডনকেও ধরতে পারেন এই তারকা? appeared first on Sangbad Pratidin.
Posted: 10:44 AM May 20, 2016Updated: 02:11 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে অবশ্য বীরেন্দ্র সেহওয়াগ বিরাট কোহলির সঙ্গে কারও তুলনা খুব একটা করতে চান না। বিশেষ করে শচীন তেণ্ডুলকরের সঙ্গে তো নয়ই!

Advertisement

সে সব পেরিয়ে এবার কিন্তু তিনি বিরাট কোহলির সঙ্গে একজনের তুলনা টানলেন। তাঁর নিজস্ব রসিকতায়!
সেহওয়াগ, যিনি কি না এখন কিংস ইলেভেন পাঞ্জাব-এর মেন্টর, খুব অভিনবভাবে প্রশংসা করলেন বিরাটের সাম্প্রতিক পারফর্ম্যান্সের!


বুধবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে বিরাটের দুরন্ত পারফরম্যান্সের জন্যই এই তুলনা এবং প্রশস্তি! বিরাটের তুখোড় ব্যাটিংকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন বীরেন্দ্র, ”ডনকে ধরা শুধু মুশকিলই নয়, অসম্ভবও! কিন্তু, বিরাট কোহলি যে ভাবে চেজ করেন, তাতে মনে হয়, তিনি ডনকে আরাম সে ধরতে পারবেন!” একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হয়েছিল শচীন তেণ্ডুলকরের। তবে বীরু পাজির বিশ্বাস, বিরাট যে গতিতে এগোচ্ছেন, তাতে কিংবদন্তি ডনকেও ধরে ফেলবেন তিনি।
দুই ‘ডন’কে মিলিয়ে এমন প্রশংসা বেশ অভিনব। সন্দেহ কী!

The post জানেন কি, ডনকেও ধরতে পারেন এই তারকা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement