সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠ হোক মাঠের বাইরে, ক্রিস গেইল জীবনটাকে ষোলোআনা উপভোগ করতে বরারবই ভালবাসেন। কখনও ব্যাট হাতে বাইশ গজে ঝড় তোলেন, আবার কখনও ডান্স ফ্লোরে আগুন জ্বালিয়ে দেন। সেই রাতের কথা আরসিবি ভক্তদের নিশ্চয়ই মনে আছে, যেদিন গিটার হাতে তুলে নিয়ে ‘টুইস্ট অ্যান্ড সাউট’ গান ধরেছিলেন শেন ওয়াটসন। আর দীর্ঘক্ষণ নেচেছিলেন গেইল। সঙ্গী ছিলেন নেতা বিরাটও। সেদিন বিদেশি গানে মঞ্চ মাতিয়েছিলেন তাঁরা। আইপিএল ফাইনালে ওঠার সেলিব্রেশনটা হল এক্কেবারে দেশি মেজাজে।
ক্রিকেটার মনদীপ সিং মাঠে নেতা কোহলির কথা মেনে চলেন। কিন্তু নাচের মঞ্চে তিনিই গুরু। তাঁর দুই শিষ্য কোহলি ও গেইল। বুধবার একের পর এক ভাংড়ার স্টেপ শিখিয়ে গেলেন মনদীপ। আর বাধ্য ছাত্রের মতো প্রত্যেকটি সঠিক কপি করলেন গেইল। মন খুলে চলল নাচ। হবে নাই বা কেন! সাত বছর পর দল আইপিএল ফাইনালে পৌঁছেছে বলে কথা! গেইল নাচবেন, আর সেখানে কোহলি থেমে থাকবেন, তাও কি সম্ভব? মনদীপ হাত ধরে টেনে আনলেন দিল্লির ব্যাটসম্যানকেও। রবিবারের মেগা ম্যাচের আগে ফুরফুরে মেজাজেই সন্ধে কাটালো গোটা শিবির।
কেমন ছিল ক্যারিবিয়ান জায়ান্টের ভাংড়া নাচ? শুনলে কী আর বোঝা যায়? নিজেই দেখে নিন!
The post ফাইনালে পৌঁছনোর আনন্দে গেইলের ভাংড়া! appeared first on Sangbad Pratidin.