shono
Advertisement

Breaking News

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড কোহলির, র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠলেন সূর্যকুমার

চলতি বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি।
Posted: 06:03 PM Nov 02, 2022Updated: 06:30 PM Nov 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এবার বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন কিং কোহলি। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ঝকঝকে হাফ সেঞ্চুরি করেন বিরাট (Virat Kohli)। সেই সঙ্গেই মাহেলা জয়বর্ধনেকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছেন তিনি। বিশ্বকাপে মাত্র ২৫টি ম্যাচ খেলে ১০৬৫ রান করেছেন তিনি। একইদিনে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ভারতীয় ব্যাটারম সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে সরিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন সূর্য।

Advertisement

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শুরু হওয়ার আগে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে এক হাজার রান করার রেকর্ড গড়েছিলেন বিরাট। বুধবার অ্যাডিলেডে প্রথম থেকেই খুব ভাল ছন্দে ছিলেন বিরাট। রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে বেশ বিপাকে পড়েছিল ভারত। সেই সময়ে ক্রিজে এসে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট। ভারতীয় ইনিংসের সপ্তম ওভার চলাকালীনই নতুন বিশ্বরেকর্ড গড়েন বিরাট। তাসকিন আহমেদের বলে একটি সিঙ্গল নিয়েই বিশ্বরেকর্ড গড়েন তিনি। শ্রীলঙ্কার ব্যাটার মাহেলা জয়বর্ধনেকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের শৃঙ্গে উঠে গেলেন কিং কোহলি।  

[আরও পড়ুন: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টানটান লড়াই, বাংলাদেশকে হারিয়ে সেমির দোরগোড়ায় ভারত]

বেশ কিছুদিন ধরে খারাপ ফর্মে থাকার পরে এশিয়া কাপ থেকেই কামব্যাক করেন বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করা থেকে শুরু করে চলতি বিশ্বকাপে চারটি হাফ সেঞ্চুরি- আবারও স্বমহিমায় ফিরে এলেন কিং কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ছাড়া প্রত্যেকটি ম্যাচেই পঞ্চাশ রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট। চলতি বিশ্বকাপেও সর্বোচ্চ রান করেছেন কোহলিই। বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন

বুধবারে প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন সূর্যকুমার যাদব। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন সূর্য। অসাধারণ ব্যাটিংয়ের ফলেই র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উঠে এলেন তিনি। আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে গিয়েছিলেন সূর্য। পরপর দুই ম্যাচে দুরন্ত ইনিংস খেলে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি।

[আরও পড়ুন:রানে ফিরলেন রাহুল, কোহলির বিরাট ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে বড় রান ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement