সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পিন কীভাবে খেলতে হয়, তা বিরাট কোহলির থেকে শেখা উচিত অজি ব্যাটসম্যানদের। এভাবেই ভারতীয় নেতার প্রশংসা করেছেন ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। প্রাক্তন অজি তারকা মাইক হাসি আবার অজি ক্রিকেটারদের সতর্ক করেছেন, কোহলির সঙ্গে স্লেজিংয়ে না জড়াতে। তাঁর মতে, তাতে খুব একটা লাভ হবে না। ব্যাট হাতে কেরিয়ারের দুরন্ত ফর্মে কোহলিকে সমীহ করছে গোটা বিশ্ব। এবার ভারতীয় ক্রিকেটের আইকনকে অভিনব সম্মান জানাল উইসডেন।
চলতি বছর উইসডেন ক্রিকেটার্স অ্যালমান্যাকের প্রচ্ছদে থাকবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের ছবি। গত বছর তিন ফর্ম্যাট মিলিয়ে ২৫৯৫ রান করে গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। নেতা হিসেবে একের পর এক টেস্ট সিরিজ পকেটে পুরেছেন। তারই স্বীকৃতি হিসেবে বিখ্যাত উইসডেন ম্যাগাজিনের কভারে স্থান পেলেন তিনি। কভারে বিরাটকে রিভার্স সুইপ শট খেলার ভঙ্গিতে দেখা যাচ্ছে। উইসডেনের সম্পাদক লরেন্স বুথ বলছেন, “এই ছবিই প্রমাণ করছে ও একজন আধুনিক যুগের ক্রিকেটার। অনেকেরই ধারণা উইসডেন ক্রিকেটের আভিজাত্য ও গোঁড়া চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারে না। কিন্তু ইতিবাচক পরিবর্তনই ক্রিকেটকে সুন্দর করে তোলে। তাই মনে হয়েছে, এবার সেই ছবিটাই তুলে ধরার সময় এসেছে। এবং তার জন্য প্রযোজ্য হল বিরাট কোহলি। জো রুট, কেন উইলিয়ামসন, এ বি ডিভিলিয়ার্সদের মাত দিয়েছেন বিরাট। তিনটি ফর্ম্যাটেই বিশ্বের সেরা ক্রিকেটার ও ছাড়া আর কেউ নয়।”
(চূড়ান্ত হল আসন্ন আইপিএল নিলামের দিন)
চলতি বছর এপ্রিল মাসে প্রকাশিত হবে ম্যাগাজিনটির এবারের সংস্করণ। শচীন তেণ্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন কোহলি। ২০১৪-তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর উইসডেনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
(ক্যাপ্টেন কুলকে অভিনব সংবর্ধনা কোহলির)
The post ক্যাপ্টেন কোহলিকে বিশেষ সম্মান দিচ্ছে উইসডেন appeared first on Sangbad Pratidin.