সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড জুড়ে গুঞ্জন, অনুষ্কা শর্মা নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। অনুষ্কা ও বিরাট এ ব্যাপারে মুখ না খুললেও, হাবে-ভাবে কিন্তু বিষয়টা বেশ স্পষ্ট। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি এখন তুঙ্গে। সেই প্রস্তুতির মাঝেই মুম্বই থেকে অনুষ্কার ফোন পেয়ে সেই গুয়াহাটি থেকে জরুরি বিমানে মুম্বইয়ে গিয়েছিলেন বিরাট। শোনা যাচ্ছে, অনুষ্কার পাশে থাকতেই বিরাটের হঠাৎ মুম্বই যাত্রা। সূত্র বলছে, অনুষ্কার মেডিক্য়াল চেকআপের কারণেই মুম্বই গিয়েছিলেন বিরাট।
তবে রয়েছে অন্য। সর্বভারতীয় এক সংবাদ মাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসেই ফের মা হবেন অনুষ্কা। সূত্র বলছে, ইতিমধ্য়েই নাকি সন্তান ডেলিভারির জন্য সমস্ত বন্দোবস্ত করে ফেলেছেন বিরাট ও অনুষ্কা। সূত্রের খবর অনুযায়ী, ওই সময়টা নাকি স্পেশাল ছুটিও নিয়েছেন বিরাট।
অন্যদিকে, ফটোশিকারিদের দেখলেই চটে লাল হয়ে যান অনুষ্কা শর্মা (Anushka Sharma)। অতীতে কন্যা ভামিকার ছবি ভাইরাল করে দেওয়ার জন্যও ফটোশিকারিদের একহাত নিয়েছিলেন বিরাট-অনুষ্কা। কড়া আইনি পদক্ষেপও করেছিলেন। এবার যখন অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে মশগুল টিনসেল টাউন, তখনও পাপ্পারাৎজিদের দেখে খেপে গেলেন অনুষ্কা শর্মা।
বলিউড জুড়ে এখন একটাই গুঞ্জন, ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। সম্প্রতি এক ম্যাটারনিটি ক্লিনিক থেকে বেরতে দেখা গিয়েছিল তারকাদম্পতিকে। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। সে যাত্রায়, একটা শর্তেই বিরাট-অনুষ্কার ছবি প্রকাশ্যে আনেননি ফটোশিকারিরা। কারণ, তখনই নাকি তারকাদম্পতি তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, খুব শিগগিরিই অফিশিয়ালি ঘোষণা করব, দয়া করে ছবি পোস্ট করবেন না। সেকথা শুনেই দুয়ে দুয়ে চার করেছেন সকলে।
[আরও পড়ুন: ‘রক্তবীজ’ টিমকে শুভেচ্ছা অমিতাভের, ‘আশীর্বাদধন্য’ মিমি-শিবপ্রসাদ]
এবার মুম্বই রাস্তা থেকে ভাইরাল হল অনুষ্কা শর্মার এক ভিডিও। যেখানে নায়িকাকে দেখা যাচ্ছে ঢিলেঢালা পোশাকে। চোখেমুখে চিন্তার ছাপ। গাড়ির ভিতর মোবাইল হাতে ব্যস্ত তিনি। তবে পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানি দেখতে পেয়েই নড়েচড়ে বসে ছবি তুলতে বারণ করলেন অনুষ্কা। আর সেই ভিডিওই এখন নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। শুধু তাই নয়, বিশ্বকাপের ৪ দিন আগেই গুয়াহাটি থেকে ভারতীয় শিবির ছেড়ে তড়িঘড়ি মুম্বইতে পৌঁছন বিরাট কোহলি।
প্রসঙ্গত, সম্প্রতি জাতীয়স্তরের এক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, অনুষ্কা নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা। তবে এখনই সেই সুখবর ঘোষণা করতে চান না। সময়মতো খুব শিগগিরিই ঘোষণা করবেন দম্পতি। আর সেই জন্যই বর্তমানে খুব একটা জনসমক্ষে আসেন না অভিনেত্রী।