সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিপর্যয়ের পরে সমালোচিত হচ্ছেন ভারতের তারকা ক্রিকেটাররা। রোহিত শর্মা, শুভমান গিলদের পাশাপাশিও বিরাট কোহলির (Virat Kohli) দিকেও উড়ে আসছে নিন্দা, সমালোচনার ঝড়। কোহলি অবশ্য ধেয়ে আসা সমালোচনার জবাব দেননি। কিন্তু তিনি বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। অনুপ্রেরণামূলক বিবৃতি পোস্ট করছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন এই ধরনের পোস্ট করে গিয়েছেন। অস্ট্রেলিয়ার কাছে হারের অব্যবহিত পরে কোহলি চিনা দার্শনিক লাও জু টুইট করেছিলেন, নীরবতা শক্তির উৎস। বৃহস্পতিবার কোহলি আরও একটি পোস্ট করেন সোস্যাল মিডিয়ায়। ইংরেজ লেখক অ্যালান ওয়াটসের প্রেরণামবলক একটি মন্তব্য পোস্ট করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান। মন্তব্যটি এরকম, ”পরিবর্তনের একমাত্র উপায় হল স্রোতে ডুব দেওয়া, তার সঙ্গে এগিয়ে চলা।” তবে কোন উদ্দেশে কোহলি এই বার্তা দিলেন, তা স্পষ্ট নয়। কী কারণে করলেন তাও পরিষ্কার নয়।
[আরও পড়ুন: মেসির হাতের আঙুল কোথায়? স্মারক দেখে প্রশ্ন ভক্তদের]
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোহলি প্রথম ও দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১৪ ও ৪৯ রান। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের দুরন্ত বল থেকে ব্যাট সরাতে পারেননি কোহলি। দ্বিতীয় ইনিংসে তিনি ভাল খেলছিলেন। অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে কভার ড্রাইভ মারতে গিয়ে আউট হন কোহলি।