shono
Advertisement

ভারতীয় সেনাবাহিনীকে দীপাবলির শুভেচ্ছা বিরাটের

ভারত-পাক সম্পর্ক ক্রীড়াজগতেও কোনও প্রভাব ফেলবে কিনা এখন সেটাই দেখার অপেক্ষা৷ The post ভারতীয় সেনাবাহিনীকে দীপাবলির শুভেচ্ছা বিরাটের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:02 PM Oct 28, 2016Updated: 04:32 PM Oct 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানালেন ক্রিকেট তারকা বিরাট কোহলি৷ দীপাবলি উপলক্ষে সম্প্রতি তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন৷ সেই ভিডিওটিতেই ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটের হার্ট থ্রব৷

Advertisement

ভিডিওটিতে তিনি বলেছেন, “দীপাবলি উপলক্ষে সেনা জওয়ানদের শুভেচ্ছা জানাই৷ বাড়ি থেকে দূরে থাকা সহজ নয়৷ কিন্তু দেশের জন্য আপনারা যে কাজ করছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে৷ একথা জানবেন আমার ভাইয়েরা, আমি এবং গোটা দেশ সব সময় আপনাদের সঙ্গে আছি৷”

দীপাবলির প্রাক্কালে বিরাটের এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ৷ সাম্প্রতিক সময়ে ভারত-পাক সম্পর্ক যে খাতে এগোচ্ছে, তাতে ইতিমধ্যেই দু’দেশের শিল্প এবং বিনোদন ক্ষেত্রে এর প্রভাব পরেছে৷ এবার ভারত-পাক সম্পর্ক ক্রীড়াজগতেও কোনও প্রভাব ফেলবে কিনা এখন সেটাই দেখার অপেক্ষা৷

The post ভারতীয় সেনাবাহিনীকে দীপাবলির শুভেচ্ছা বিরাটের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement