সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ব্যাট হাতে নামলে দর্শকরা ধোনি-ধোনি ধ্বনি তুলতেন। চাইতেন কতক্ষণে আউট হবেন তিনি। এ নিয়ে অভিযোগ কম ছিল না রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। একবার তো তিনি মনের দুঃখে বলেই ফেলেছিলেন, ”ব্যাট করতে নামলে দর্শকরা চায় আমি আউট হয়ে যাই। ধোনি ধোনি করে চিৎকার শুরু করে দেয়।”
এবারের আইপিএল চলাকালীনই এমন অভিযোগ করতে শোনা গিয়েছিল জাদেজাকে। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, ধোনি-ধোনি চিৎকারে জাদেজা মানসিক দিক থেকে আঘাত পেয়ে থাকতে পারেন।
[আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বান্ধবী জর্জিনার সঙ্গে আইনি চুক্তি রোনাল্ডোর, তবে কি এবার বিচ্ছেদ?]
সিএসকে-র চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান রয়েছে জাদেজার। আইপিএল ফাইনালে শেষ ওভারের শেষ দু’ বলে জাদেজা ছক্কা ও চার মেরে সিএসকে-কে এনে দেন জয়। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বনাথন বলেছেন, ”জাদেজা দারুণ বোলিং করেছে। জাদেজা যথনই ব্যাট করতে নেমেছে, তখন ওর হাতে ৫-১০ বল থাকত। এই অবস্থায় জাদেজা একাধিকবার ম্যাচ জিতিযেছে। কিন্তু সবসময়ে তা খাটে না। জাদেজা যখনই ব্যাট করতে নামত, তখনই ও জানত, ওর পরেই ব্যাট করতে নামবে ধোনি। কখনও কখনও ২-৩ বল হাতে পেত জাদেজা। এই সব মুহূর্তে জাদেজা যখনই ব্যাট করতে নামত, তখনই দর্শকরা ধোনিকে স্বাগত জানাতে শুরু করে দিত। এতে খারাপ লেগে থাকতে পারে জাদেজার। যে কোনও প্লেয়ারই চাপ অনুভব করে। তবে জাদেজা কখনও নালিশ করেনি।”
জাদেজার সঙ্গে ধোনির সম্পর্ক কি তলানিতে এসে ঠেকেছিল? বিশ্বনাথন অবশ্য তা স্বীকার করেননি। তিনি বলেছেন, ”ধোনির প্রতি জাদেজার অগাধ আস্থা। ফাইনালের শেষে জাদেজা বলে, এই ইনিংসটা আমি ধোনিকে উৎসর্গ করছি।”
আইপিএলে হাঁটুর চোট নিয়ে খেলেন ধোনি। কিন্তু চেন্নাই সুপার কিংসের তরফে কোনও সময়েই ‘ক্যাপ্টেন কুল’কে জিজ্ঞাসা করা হয়নি, ”তুমি কি খেলতে চাও? তুমি কি বসতে চাও?” কারণ সিএসকে ম্যানেজমেন্ট জানত, ধোনি যদি খেলার মতো অবস্থায় না থাকেন, তাহলে সরাসরি তিনি জানিয়ে দিতেন, তাঁর পক্ষে খেলা সম্ভব নয়।