সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাতেই পড়ল সিলমোহর। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদে বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণই। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানই। অর্থাৎ ভারতীয় ক্রিকেট (Team India) নতুন রূপে ফিরে পেতে চলেছে ‘থ্রি মাসকেটিয়ার্স’ সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণকে।
রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদে থাকা ‘মিস্টার ডিপেন্ডেবল’-এর শূন্যস্থান কে পূরণ করবেন? তখনই উঠে আসে লক্ষ্মণের (VVS Laxman) নাম। দিন কয়েক আগেই বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, বোর্ড সভাপতি সৌরভ তো বটেই, সচিব জয় শাহ-সহ বোর্ডের অন্যান্যরাও নাকি এনসিএ’র প্রধান হিসেবে ‘ভেরি ভেরি স্পেশ্যাল’ লক্ষ্মণকেই চাইছেন। আর এবার সে খবরই নিশ্চিত করলেন সৌরভ। এনসিএ-র দায়িত্ব কি লক্ষ্মণকেই দেওয়া হচ্ছে? সংবাদ সংস্থার এ প্রশ্নের জবাবে সৌরভ বলেন, “হ্যাঁ।” আর তাতেই সমস্ত জল্পনায় ইতি পড়ল।
[আরও পড়ুন: বিশ্বকাপে ক্যাচ মিস করে ট্রোলড, অবশেষে নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন হাসান আলি]
ভারতীয় ক্রিকেটকে সাফল্যের শিখরে পৌঁছতে প্রাক্তনীদের বড় ভূমিকার কথা বারবারই বলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেই কারণেই বিরাট কোহলিদের কোচ হিসেবে বোর্ডের প্রথম পছন্দ ছিল কোনও ভারতীয় প্রাক্তন ক্রিকেটারই। সেই লক্ষ্য পূরণ হয়েছে। কোহলিদের হেডস্যরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। আর তাঁর ফেলে আসা পদটিতেই এবার বসছেন লক্ষ্মণ।
গত কয়েক বছর ধরে এনসিএ প্রধান ও ভারতীয় দলের কোচ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তাই লক্ষ্মণ আসায় দ্রাবিড়েরও সুবিধাই হবে। কারণ দ্রাবিড়ের সঙ্গে লক্ষ্মণের বোঝাপড়া বেশ ভাল। সেই কম্বিনেশনের কথা মাথায় রেখেই লক্ষ্মণের দিকে ঝুঁকেছিল বোর্ড। সে লক্ষ্যও পূরণ হল।