সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যিক ক্ষেত্রে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে এবার ভারতকে আন্তর্জাতিক হিরে ব্যবসার কেন্দ্রবিন্দু করে তোলার ইচ্ছা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু হিরে কাটা ও পালিশ করা নয়, আন্তর্জাতিক বাজার হিসেবেও ভারত হয়ে উঠুক আদর্শ গন্তব্য। সম্প্রতি জেমস এন্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে এমনটাই আশা প্রকাশ করেছেন মোদি।
এদিন তিনি বলেন, ভারত ইতিমধ্যে হিরে কাটা ও পালিশ করায় বিশ্বে শীর্ষ স্থানে আছে। ১৯৬৬-৬৭ সালে এই ব্যবসা ছিল ২৮ মিলিয়ন মার্কিন ডলারের। ১৯৮২-৮৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১ বিলিয়ন ডলারে এবং বর্তমান আর্থিকবর্ষে তা দাড়িয়েছে ৪০ বিলিয়ন ডলারে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্ষেত্র গুজরাটই ভারতে হিরে ব্যবসার প্রাণকেন্দ্র। কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘স্কিল ইন্ডিয়া’ উদ্যোগে রত্নশিল্পের অবদানের প্রসংশা করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৫০ লক্ষ মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা আফ্রিকা মহাদেশের মন্ত্রীদের রত্নশিল্পে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মোদি।
[৬০০০ কর্মী ছাঁটাই করবে Cognizant]