সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বিশেষজ্ঞ অফস্পিনারের অভাব ভারতের বিশ্বকাপ (World Cup 2023) দলে। ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর (Wasim Zafar) ১৫ সদস্যের দলের রক্তাল্পতা খুঁজে পেলেন। এশিয়া কাপের ১৭ জনের দল থেকে ১৫ জনকে বেছে নেওয়া হয় বিশ্বকাপের জন্য। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব এই তিন স্পিনার রয়েছেন বিশ্বকাপের দলে।
কপাল পুড়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের। কুলদীপ একা রিস্ট স্পিনার এই ভারতীয় দলে। ওয়াসিম জাফর বলছেন, চাহালের দুর্ভাগ্য ও দলে জায়গা পায়নি। একজন বিশেষজ্ঞ অফ স্পিনারের অভাব রয়েছে এই ভারতীয় দলে। ওয়াসিম জাফর আরও বলেন, ২০১৯ বিশ্বকাপের থেকেও এবারের দল শক্তিশালী। আসন্ন বিশ্বকাপে হার্দিক পাণ্ডিয়া সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হবেন বলে মনে করেন ওয়াসিম জাফর।
[আরও পড়ুন: ‘আরও অনেক পথ বাকি’, সমাবর্তন অনুষ্ঠানের দিন মেয়েকে অভিনন্দন সৌরভের]
রোহিত শর্মা দল ঘোষণা করে জানিয়েছিলেন এই দলে চমক বিশেষ নেই। চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুল। এশিয়া কাপে খেলছেন না রাহুল। বিশ্বকাপে কি খেলবেন কেএল রাহুল? গৌতম গম্ভীরের মতো প্রাক্তন ক্রিকেটার যদিও ঈশান কিষানকেই প্রথম একাদশে চাইছেন।