সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ বলে ছয় ছক্কা। এমনকী এক ওভারে ৩৭ রানের নজিরও রয়েছে। কিন্তু এক বলে ১৮ রান হতে দেখেছেন কখনও? ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম সবচেয়ে ‘দামী’ ডেলিভারি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
অদ্ভুত এ ঘটনা ঘটেছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (Tamil Nadu Premier League) ম্যাচে। সালেম স্পার্টান্সের জার্সিতে ইনিংসের শেষ ওভারে বল করছিলেন অভিষেক তানওয়ার। সেই পেসারই নিজের ওভারের শেষ বলে ঘটিয়েছেন এমন অবিশ্বাস্য ঘটনা। সাধারণত এক ওভারে যেখানে ১৮ রান হয়ে থাকে, সেখানে একটি বলেই পাঁচ-দশ নয়, একেবারে ১৮ রান দিয়ে বসলেন তানওয়ার। এমনটাও যে সম্ভব, ভিডিওটি চোখে না দেখলে বিশ্বাস করাই দায়। সেই ওভারের প্রথম ৫ বলে আট রান দিয়েছিলেন তানওয়ার। কিন্তু শেষ বলটি যেন শেষই হতে চাইল না। তিনটি নো, দুটি ছক্কা, দুটি রান এবং একটি ওয়াইড দিয়ে শেষ হয় একটি ডেলিভারির।
[আরও পড়ুন: শীঘ্রই অবসর ঘোষণা করতে চলেছেন ধোনি? চেন্নাই সুপার কিংসের ভিডিও উসকে দিল জল্পনা]
অভিষেকের কীর্তি দেখে হতভম্ব দর্শকরাও। চিপক সুপার গিল্লিরের হয়ে ব্যাট হাতে সঞ্জয় যাদবও নিজের চোখকে কতখানি বিশ্বাস করতে পেরেছেন, সন্দেহ। এমন বিভীষিকার ডেলিভারি মনে রাখতে চাইবেন না অভিষেক। কিন্তু খেলার মাঠে কখন কী হয়, কে বলতে পারে। তবে অভিষেককে তুলোধোনা করতে ছাড়েননি ক্রিকেটপ্রেমীরা। যিনি পরপর নো বল করেন, তাঁর দলে সুযোগ পাওয়ার যোগ্য নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে।
তবে এর আগে ২০১২/১৩ বিগ ব্যাশ লিগে এমন মুহূর্তের সাক্ষী থেকেছিলেন দর্শকরা। যেখানে হোবার্ট হ্যারিকেন্স বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচে ক্রিন্ট ম্যাকে এক বলে ২০ রান দিয়েছিলেন।