shono
Advertisement

Breaking News

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামী ‘দ্বাদশ ব্যক্তি’বিরাট কোহলি!

জলপানের বিরতিতে চলে আসেন সতীর্থদের পরিচর্যা করার জন্য৷ The post বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামী ‘দ্বাদশ ব্যক্তি’ বিরাট কোহলি! appeared first on Sangbad Pratidin.
Posted: 04:00 PM Mar 25, 2017Updated: 02:15 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁধে চোট। তাই বাদ চতুর্থ টেস্ট থেকে। তবে না খেললেও যে তাঁর মন যে ধরমশালার বাইশ গজে পড়ে রয়েছে, শনিবার চতুর্থ টেস্টের প্রতিটি মুহূর্তে সেটা মনে হয়েছে। মাঠের বাইরে বসে ছটফট করছেন আর জলপানের বিরতিতেই চলে আসছেন সতীর্থদের পরিচর্যা করার জন্য৷ বারবার বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছেন, তিনি চোটের কারণে প্রথম একাদশের বাইরে থাকলেও দলের পাশেই রয়েছেন৷

Advertisement

[ধরনায় বসেছিলেন নেতা, পাঁজাকোলা করেই তুলে নিয়ে গেল পুলিশ]

বিরাটের মানসিক অবস্থা অবশ্য বোঝা যায়৷ কারণ, কার্যত ফাইনাল টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত৷ জিতলে সিরিজ জয়৷ হারলে সিরিজ হাতছাড়া৷ এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক মাঠে থাকতে পারছেন না, ব্যাপারটা হতাশার৷ এদিন তাই সুযোগ পেলেই সতীর্থদের তাতিয়েছেন। আর যতবার বিরাট মাঠে এসেছেন ততবার ‘কোহলি’, ‘কোহলি’ ধ্বনিতে মুখরিত হয়েছে ধরমশালা। এমনকী বলা হয়, বিশ্বের সবচেয়ে দামী টুয়েলভথ ম্যান হলেন বিরাট কোহলি।

ভিডিও সৌজন্যে: Indian Cricket Team

এদিকে, অভিষেকেই সবাইকে মুগ্ধ করলেন কুলদীপ যাদব৷ এই বাঁ-হাতি চায়নাম্যান বোলার ইতিমধ্যেই তুলে নিয়েছেন চার উইকেট৷ তাঁর স্পিন ঘুর্ণির সামনে রীতিমতো অসহায় লাগছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের৷ শুরু করেছিলেন ওয়ার্নারকে ফিরিয়ে। পরে আরও তিনজনকে আউট করেছেন। গত কয়েকদিন ধরেই অন্যান্য ভেন্যুর মতো ধরমশালার পিচ নিয়েও নানা জল্পনা শোনা গিয়েছে৷ যদিও বিরাটের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব নেওয়া অজিঙ্ক রাহানে জানিয়ে গেলেন, এখানকার উইকেট ব্যাটিং সহায়ক৷ অস্থায়ী ভারত অধিনায়কের ধারণা, প্রথম তিনদিন ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে কোনও সমস্যা তৈরি হবে না৷ তবে পরের দিকে কিছুটা স্পিন ধরতে পারে৷ একইসঙ্গে তিনি পাঁচ বোলার খেলানোর কারণও ব্যাখ্যা করে গেলেন৷ তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার দ্রূত উইকেট তোলার জন্যই ভারত পাঁচ বোলার নিয়ে মাঠে নেমেছে।

[অর্ধনগ্ন হয়ে ক্লাসের মধ্যে নাচ, গারদে শিক্ষিকা]

The post বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামী ‘দ্বাদশ ব্যক্তি’ বিরাট কোহলি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement