shono
Advertisement

বিনোদন পার্কে সুনামি! দেখুন হাড়হিম করা ভিডিও

কী অবস্থা হল বিনোদন পার্কে উপস্থিত পর্যটকদের? The post বিনোদন পার্কে সুনামি! দেখুন হাড়হিম করা ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Aug 01, 2019Updated: 04:14 PM Aug 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির কাছে সমুদ্র নেই৷ কিন্তু মন চাইছে সমুদ্রে নেমে জলকেলি করতে৷ এই পরিস্থিতিতে সপ্তাহান্তে মন ভাল করার জন্য অনেকেই ভিড় জমান বিনোদন পার্কে৷ সেখানকার পুলে খানিক লাফালাফি করে ওই দুধের স্বাদে ঘোলে মেটানো আর কি!  কিন্তু কৃত্রিম সমুদ্র দেখতে গিয়ে ঢেউয়ের পরিবর্তে সুনামির মুখোমুখি হতে হল পর্যটকদের৷ চিনের শুইয়ুন ওয়াটার পার্কের এই অবিশ্বাস্য ঘটনাই এখন নেটদুনিয়া কাঁপাচ্ছে৷

Advertisement

[আরও পড়ুন: মৃত ওসামাপুত্র হামজা বিন লাদেন, দাবি আমেরিকার]

সপ্তাহান্তে সাধারণত বহু মানুষই ভিড় জমান ওয়াটার পার্কে৷ রবিবার সকালের ছবিটাও ছিল প্রায় একইরকম৷ বহু মানুষ ওই ওয়াটার পার্কের একাধিক রাইডে চড়ছিলেন৷ ওই পার্কের সবচেয়ে জনপ্রিয় – কৃত্রিম সমুদ্র৷ শুইয়ুনে গিয়ে তার আনন্দ হাতছাড়া করতে চান না কেউই৷ এদিনও তাই পুলে নেমে উচ্ছ্বাসে মেতেছিলেন অধিকাংশ পর্যটক৷ আর সেখানেই নামল বিপর্যয়৷

আচমকাই জোরে একটি ঢেউ আসে৷ সুনামির মতো বিশাল ঢেউতে প্রায় ভেসে যান অনেকেই৷ জলের তোড়ে কৃত্রিম সমুদ্রের পরিখা পেরিয়ে রাস্তায় চলে আসেন পর্যটক৷ দৌড়ে আসেন পার্কের কর্মীরা৷ ততক্ষণে যদিও প্রায় রক্তারক্তি কাণ্ড ঘটে গিয়েছে৷ জখম হয়েছেন প্রায় সকলেই৷ কারও হাত কেটেছে, তো কারও মাথা ফেটে গিয়েছে৷ গুরুতর জখম অবস্থায় অন্তত ৪৪জনকে স্থানীয় নার্সিংহোমে ভরতি করা হয়৷

[আরও পড়ুন: ট্রাম্পকে শিক্ষা দিতে মেক্সিকো সীমান্তের পাঁচিলে ঢেঁকি লাগালেন দুই অধ্যাপক]

পার্ক কর্তৃপক্ষের দাবি, একটি যন্ত্রের মাধ্যমে কৃত্রিম সমুদ্রের ঢেউয়ের তীব্রতা স্থির করা হয়৷ রবিবারও তার ব্যতিক্রম হয়নি৷ কিন্তু আচমকাই যন্ত্রাংশ খারাপ হয়ে যায়৷ তার জেরে এত বড় দুর্ঘটনাটি ঘটেছে৷ স্থানীয় এক সংবাদমাধ্যম যদিও পার্ক কর্তৃপক্ষের দাবি খারিজ করে দিয়েছে৷ তাদের অভিযোগ, যে যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করছিল সে আদতে মদ্যপ থাকায় এমন কাণ্ড ঘটেছে৷ তবে সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে দিয়েছে ওয়াটার পার্ক কর্তৃপক্ষ৷

[আরও পড়ুন: ৭ দিনে দ্বিতীয়বার, ফের জাপান সাগরে আছড়ে পড়ল কিমের মিসাইল]

এই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াটার পার্ক৷ আদতে যন্ত্রাংশের বিভ্রাট নাকি যিনি যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করছেন দোষ তাঁর, তা খতিয়ে দেখা হচ্ছে৷

দেখুন ভিডিও:

The post বিনোদন পার্কে সুনামি! দেখুন হাড়হিম করা ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement