সোমনাথ রায়, নয়াদিল্লি: তিনি যে ওয়ানড়ে লড়বেন সেটা আগেই জানিয়েছিল কংগ্রেস। অবশেষে রাহুল গান্ধীর ছেড়ে আসা আসনে উপনির্বাচনে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবারই মনোনয়ন জমা দিলেন সোনিয়াকন্যা। গতকাল, মঙ্গলবার মা সোনিয়া গান্ধীর সঙ্গে মাইসুরু পৌঁছন তিনি। রাতেই ওয়ানড়ে চলে আসেন তাঁরা।
এদিন সোনিয়া, রাহুল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতাদের উপস্থিতিতে নিজের মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা। কিছুক্ষণের মধ্যেই রোড শো করার কথা তাঁর। প্রসঙ্গত, আজই সরকারিভাবে নির্বাচনী রাজনীতিতে পা রাখলেন তিনি।
চব্বিশের লোকসভা ভোটে গান্ধী-গড় রায়বরেলি ও নিজের কেন্দ্র ওয়ানড়– দুটি আসন থেকেই লড়েন রাহুল গান্ধী। দুই আসনেই বিশাল ব্যবধানে জিতেছেন তিনি। একটি আসন তাঁকে ছাড়তেই হত। শেষ পর্যন্ত মায়ের ছেড়ে যাওয়া আসন রায়বরেলি রেখে ওয়ানড় ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। আর দাদার ছেড়ে যাওয়া সেই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা গান্ধী।
প্রিয়াঙ্কা রাজনীতির সঙ্গে যুক্ত বহুদিন ধরেই। কিন্তু ভোটে লড়াইয়ে সোনিয়াকন্যার আগমন নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা-কল্পনা চলেছে। যে কোনও বড় নির্বাচন এলেই ভেসে ওঠে তাঁর নাম। এমনকী গত লোকসভা নির্বাচনে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁর প্রার্থী হওয়া নিয়েও জল্পনা ছিল। যদিও শেষপর্যন্ত প্রিয়াঙ্কাকে সেই কঠিন লড়াইয়ে ফেলেনি দল। অবশেষে অপেক্ষাকৃত নিরাপদ ওয়ানড় কেন্দ্র থেকে লড়ছেন তিনি। এতদিন দলীয় অভ্যন্তরীণ বৈঠক, প্রচারে সক্রিয় থাকলেও সরাসরি ভোটের লড়াইয়ে প্রিয়াঙ্কা এই প্রথম। ওই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেবে কংগ্রেসেরই ইন্ডিয়া জোটের সঙ্গী সিপিআই। প্রিয়াঙ্কার মূল লড়াই বামপন্থী দলটির সঙ্গেই।